কলকাতা: বাংলাদেশ (Bangladesh) ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। আনসার সদস্যদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ (Clash)। রবিবার রাতে ওই ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনসাররা দাবি জানিয়েছেন, তাঁদের চাকরি সরকারি করতে হবে। গত দুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। আনসারদের বক্তব্য, আশ্বাস দেওয়ার পরেও তাঁদের দাবি মানা হয়নি।
বাংলাদেশের সময় রাত ৯টা নাগাদ ঢাকার সচিবালয়ের সামনে সংঘর্ষের সূত্রপাত। আনসার সদস্যরা এবং পড়ুয়ারা একে অপরের দিকে তেড়ে যান। ঘটনায় ইটবৃষ্টি শুরু হয়। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হস্টেল থেকে পড়ুয়ারা বেরিয়ে আসেন। পরে সচিবালয়ের দিকে এগিয়ে যান তাঁরা। এরপর রাত ১০ টা নাগাদ আনসার সদস্যরা পিছিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী।
আরও পড়ুন: লালুপ্রসাদ ও তেজস্বীর বিরুদ্ধে আদালতের সিদ্ধান্ত ঝুলে রইল
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন। এরপর সেখানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর শেখ হাসিনার আওয়ামি লিগের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে বিভিন্ন জায়গায়। তাঁদের নামে একের পর এক থানায় মামলা হয়েছে। এবার আবার নতুন করে উত্তপ্ত হল ঢাকা।
আরও খবর দেখুন