অভিষেক বচ্চন (Abhishek Bachchan) আর ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai) দাম্পত্যে ভাঙনের গুঞ্জনে সরগরম বি-টাউন। ঐশ্বর্যের জন্মদিনে অভিষেকের সোশ্যাল মিডিয়া নীরব থাকায় সন্দেহ আরও ঘনিয়েছে। এই সময়ে অভিনেত্রী নিমরিত কৌরের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়েছে, যা ঐশ্বর্যের ভক্তদের ক্ষোভ উসকে দিয়েছে। অনলাইনে নিমরিতকে ‘ঘরভাঙানি’ তকমা দিয়েছেন নেটিজেনরা।
সম্প্রতি এক ইন্টারভিউতে নিমরিত স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি সিঙ্গল এবং কোনও বিবাহিত পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। ‘সিটাডেল হানি বানি’ ছবির স্ক্রিনিংয়ে অংশ নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার জীবনে কোনও সঙ্গী নেই,’ পাশাপাশি সিঙ্গল মেয়েদের ট্রাভেলিং টিপসও দেন তিনি। অভিষেকের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই এমন মন্তব্যে বিদ্ধ হচ্ছেন নিমরিত।
আরও পড়ুন: ধনদেবীর আরাধনায় মিমি
নিমরিতের সঙ্গে অভিষেকের সম্পর্কের জল্পনা নিয়ে বচ্চন পরিবারও নাকি বিরক্ত। পুরোনো এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, তাঁর দাম্পত্য ১৫ বছরের, যা শুনে বিস্মিত হয়েছিলেন নিমরিত। ঐশ্বর্যর ভক্তরা এই প্রতিক্রিয়ায় আরও অসন্তুষ্ট হয়েছেন।
অভিষেকের আসন্ন ছবি ‘আই ওয়ান্ট টু টক’ ট্রেলারে নজর কেড়েছেন তিনি, কিন্তু ঐশ্বর্য এবারও কোনও প্রতিক্রিয়া দেননি। স্বামীর ছবির প্রশংসায় পঞ্চমুখ হওয়া ঐশ্বর্যের এমন নীরবতা ডিভোর্স জল্পনাকে আরও উসকে দিয়েছে।
দেখুন আরও খবর: