নৈনিতাল: ফের ভয়াবহ দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে যাত্রী বোঝাই পিক-আপ ভ্যান। মৃত্যু হয়েছে ৮ জনের। যার মধ্যে এক শিশু ও এক দম্পতি রয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নৈনিতালে (Nainital)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৮টা নাগাদ পিক-আপ ভ্যানটি যাত্রী নিয়ে পল্টোল থেকে আমজাদ গ্রামের দিকে যাচ্ছিল। ছেদাথানা-মিদার রোড দিয়ে যাওয়ার সময়ই ঘটে বিপত্তি। সেইসময় উল্টোদিক থেকে একটি মোটকবাইক আসছিল। ওই মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়েই পিক-আপ ভ্যানটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। পরে হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত ৩ জন। আহতরা ওখালকান্ডা কমিউনিটি হেল্থ সেন্টারে ভর্তি রয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন:
শুক্রবার সকালের এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Uttarakhand CM) পুষ্কর সিং ধামি। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন তিনি।
দেখুন আরও অন্য খবর: