ঝালদা: দুশ্চিন্তাই ক্রমে ভাবাচ্ছে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গিয়েছে রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর। রাজ্যের একাধিক স্কুলে শিক্ষক ও অশিক্ষকরা চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। সুপ্রিম রায়ের পর পুরুলিয়ার বহু স্কুলে (Purulia School) দেখা দিয়েছে শিক্ষকের সংকট। জেলায় প্রায় ৪০০ শিক্ষকের চাকরি (Purulia 400 Teachers Employed) চলে গিয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও বহু অশিক্ষকদের চাকরি আর নেই। এমনিতেই পুরুলিয়া জেলায় প্রয়োজনের তুলনায় শিক্ষকের ঘাটতি (No Teachers School Worried) রয়েছে বলে মত বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের। শীর্ষ আদালতের রায়ের পর কর্মচ্যুত শিক্ষকরা আর কাজে যোগ দিতে স্কুলে আসেননি। বহু স্কুলে শিক্ষকের অভাব প্রকট হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে পরীক্ষা নেওয়া সহ ক্লাস পরিচালনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুরুলিয়া জেলায় এমনিতেই প্রয়োজনের তুলনায় শিক্ষকের সংখ্যা কম থাকায় বহু স্কুলে বন্ধ হয়ে গিয়েছে বিজ্ঞান বিভাগ। এর মধ্যে ৪০০ শিক্ষকের চাকরি চলে যাওয়ায় আগামিদিনে বহুবিভাগের পঠনপাঠন বন্ধ হতে বসেছে। বর্তমান পরিস্থিতিতে কি হবে তা ভেবে চিন্তায় শিক্ষা মহল।
আরও পড়ুন: চাকরি হারিয়েছেন ৩৫০ জন শিক্ষক শিক্ষিকা, বন্ধের মুখে বিভিন্ন স্কুল
ঝালদা থানার কুটিডি হাইস্কুলের অবস্থা শোচনীয় এখানে ১৯ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে চারজন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। থাকল ১৫ জন শিক্ষক ছাত্রছাত্রীর সংখ্যা ১৬০০, বলে জানালেন ভারপ্রাপ্ত শিক্ষক অরূপ কুমার গোপ মন্ডল। তার দাবি গুরুত্ব পূর্ণ বিষয়ের যেমন জীবনবিজ্ঞান , ইংরেজি ও অংকের শিক্ষক চলে যাওয়ায় আমরা দিশাহারা শোকাহত বুজেউঠতে পারছিনা উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের পঠন পাঠন নিয়ে। তাই এর সমাধান চাইছি । না হলে উচ্চ মাধ্যমিক বন্ধ হয়ে যাবে।
অন্য খবর দেখুন