কলকাতা: ‘পয়লা বৈশাখ পর্যন্ত সময় দিচ্ছি’। এর মধ্যে মুখ্যন্ত্রীর সঙ্গে বৈঠকের ডাক না পেলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামব। সরকারকে ‘ডেডলাইন’ বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিলেন চাকরিহারারা (SC Cancels 26000 Job)। একইসঙ্গে এপ্রিলের ২১ তারিখ নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাকও দিয়ে দিলেন। পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের ডাকেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এক ছাতার তলার এসেছে গিয়েছে চাকরিপ্রার্থীদের ১২-১৩টি মঞ্চ। তাঁরাই সম্মিলিতভাবে এই অভিযানের ডাক দিয়েছেন।
শনিবার পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐকমঞ্চ সাংবাদিক সম্মেলন বলেন, সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলেন। চাকরিহারারা সাফ বলছেন, “আমরা এখনও মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেছি। আর কত দিন! চাকরিপ্রার্থীদের নিয়োগ আইনই জটিলতার কারণে আটকে নেই। সরকার চাইলেই সমাধান সম্ভব। শুধু বৈঠকে বসে আলোচনা করে সমাধান বার করতে হবে। আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি, সে কারণে আমাদের প্রত্যেকটা দিন ভয়ের মধ্যে দিয়ে কাটাতে হয়। আমরা বেকার ভাতা চাই না। তারা বলেন, এর আগেও আমরা একাধিকবার সম্মিলিতভাবে কর্মসূচি নিয়েছি। কিন্তু প্রশাসনের কোনও সদর্থক ভূমিকা দেখতে পাইনি। সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষকা ও শিক্ষা কর্মীরা।
পয়লা বৈশাখ পর্যন্ত সময়সীমা দিলাম সরকারকে। প্রতিটি মঞ্চের সঙ্গে বসে যদি আলোচনা না করা হয়, সমস্যার সমাধান না হয় তাহলে মঞ্চের এই কর্মসূচি বহাল থাকবে। ২১ এপ্রিল নবান্ন অভিযান (Unemployed Teachers Nabanna Abhijan) নামব।
আরও পড়ুন: সল্টলেকের অফিসপাড়ায় দুর্ঘটনা
তাদের আন্দোলনে সামিল হতে সমস্ত রাজনৈতিক দল সাধারণ মানুষ সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। সৌরভ গাঙ্গুলিকে পার্সোনালি আপনারা আমন্ত্রন জানাবো তার সঙ্গে মুখ্যমন্ত্রী অনেক ভালো সম্পর্ক দেখেছি। তিনি যেন আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দেন। এই ৭ দিনের মধ্যে যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং আমাদের দাবি নিয়ে শুষ্ঠ সমাধান হলে ২১ তারিখ আমরা কর্মসূচি বাতিল করব। নাহলে আমরা নবান্ন অভিযান করবো। ১২ টি সংগঠন একত্রিত হয়েছি আমরা। আমরা শান্তি পূর্ণ আন্দোলন করবো কিন্তু কোন যদি ঝামেলা হয় তার দায় পুলিশ প্রশাসনকে নিতে হবে । পুলিশ প্রশাসন কেউ অনুরোধ করব আমাদের সঙ্গে আসুন যোগদান করুন আন্দোলনে। দুপুর ১২ টায় জমায়েত সাঁতরাগাছি এবং কলেজ স্কোয়ার থেকে মিছিল হবে।
অন্য খবর দেখুন