কলকাতা: বাড়িতে অন্নপূর্ণা পুজো, লাল ঢাকাই জামদানিতে ঘোমটা মাথায় শুভশ্রী (Subhashree Ganguly)। অভিনেত্রীকে পাক্কা ঘরনী সাজে দেখা গেল। অভিনয় সংসার সঙ্গে দুই ছেলে মেয়েকে দক্ষ হাতে সামলাচ্ছে শুভশ্রী। প্রতি বছরের মতো এই বছরও রাজ-শুভশ্রীর বাড়িতে অন্নপূর্ণা পুজোর (Annapurna Puja) আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘরোয়া লুকসে দেখা গেল নায়িকাকে। রাজ ঘরনীর লুকে মুগ্ধ নেটাগরিকরা।
View this post on Instagram
শনিবার ছিল অন্নপূর্ণা পুজোর ব্যবস্থা করেছিলেন রাজ-শুভশ্রী। ফ্ল্যাটের ড্রয়িংয়ে রাখা হয়েছে দেবী অন্নপূর্ণার সিংহাসন। হলুদ গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে দেবীমূর্তি ও সিংহাসন। সামনে রাখা ফল-মিষ্টি ফুল। মাতৃমূর্তির সামনেই হাতজোড় করে বসেছিলেন শুভশ্রী। নায়িকা একেবারে ঘরোয়া সাজে ধরা দিলেন। পরনে লাল রঙের ঢাকাই জামদানি শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া। গলায় ও হাতে সোনার গয়না, সঙ্গে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর। হালকা মেকআপে নায়িকা। মাথায় ঘোমটা দিয়ে মায়ের আরতি করতে দেখা গেল শুভশ্রীকে। আর পুজোর দিন এমন ঘরোয়া লুকে ধরা দিতেই শুভশ্রীর রূপে বুঁদ নেট দুনিয়া। স্ত্রী পুজোয় বসেছেন সেই মুহূর্ত ফ্রেমবন্দি করতে ভোলেননি পরিচালক রাজ চক্রবর্তী।আকাশি রঙের পাঞ্জাবিতে দেখা গেল পরিচালককে। আর একটি ভিডিওতে দেখা গেল মা শুভশ্রীর কোলে বসে ছেলে ইউভান।
View this post on Instagram
আরও পড়ুন: কপালে লাল সিঁদুর, কামাখ্যা মন্দিরে পুজো দিলেন সারা, দেখুন সেই ছবি
প্রসঙ্গত শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দর্শকরা শেষবার সন্তান ছবিতে দেখেছিলেন। আগামীতে তাঁকে দেখবেন লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে বিনোদিনীর চরিত্রে। হইচই প্ল্যাটফর্মে অনুসন্ধান সিরিজে দেখা যাবে তাঁকে। এছাড়াও আবির ও অনির্বাণের সঙ্গে শুভশ্রী কাজ করবেন চোর-পুলিশ ডাকাত-বাবু-তে।
View this post on Instagram
অন্য খবর দেখুন
