Friday, July 4, 2025
HomeScroll‘রামায়ণ’-এর ফার্স্ট লুকে বাজিমাত, না দেখলেই মিস
Ramayana First Look Out

‘রামায়ণ’-এর ফার্স্ট লুকে বাজিমাত, না দেখলেই মিস

'রাম' অবতারে রণবীর, 'হনুমান' সানি, প্রকাশ্যে এল রামায়ণের প্রথম লুক

Follow Us :

কলকাতা: রামায়ণ’ এ রামের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। বিগত তিন বছর ধরে চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনি করেছেন। ‘রামের সুমতি’তে ত্যাগ করেছেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রায়ের চরিত্রে কেমন লাগবে রণবীরকে? এনিয়ে দর্শকদের মধ্যে কৌতুহলের শেষ নেই। এবার রামায়নের প্রথম ঝলক (Ramayana First Look Out) প্রকাশ্যে ৷ রণবীর কাপুর এবং দক্ষিণের মেগাস্টার যশ (Yash) অভিনীত ‘রামায়ণ’এর ঝলক দেখার জন্য এতদিন অধীর আগ্রহে অপেক্ষায় ছিল নেটপাড়া ৷ সেই প্রতীক্ষার অবসান ৷ সোমবার রাতে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর শুটিংয়ের শেষ দিনে রামের চরিত্রকে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রণবীর কাপুর। এবার বলিউডের বিগ বাজেটের মহাকাব্যিক ছবি রামায়নের প্রথম ঝলক (Ramayana First Look Out) প্রকাশ্যে ৷

২০২৫ সালের দিওয়ালির আগেই ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা। কারণ ২০২৬ সালে প্রথম পর্ব মুক্তি পাবে। দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে আসার কথা। এবার প্রকাশ পেল ছবি প্রথম ঝলক। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুরকে দেখা যাবে। রণবীর তাঁর ফিল্মি কেরিয়ারে একটা নতুন মাইলস্টোন গড়তে চলেছেন, তা এই ঝলক দেখেই বেশ বোঝা গেল। বলিউডের রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি ‘কেজিএফ’ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, শূর্পণখার চরিত্রে রকুলপ্রীত সিং, মন্দোদরীর ভূমিকায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল। পয়লা ঝলকে অবশ্য রণবীর-যশকে দেখা গেলেও বাকি তারকাদের দেখা যায়নি। তবে বিশেষ করে নজর কাড়ল ভিএফএক্স-এর কাজ।

আরও পড়ুন:মা-বাবাকে নিয়ে লন্ডনে উড়ে গেলেন দেব, কিন্তু কেন?

 

View this post on Instagram

 

A post shared by Namit Malhotra (@iamnamitmalhotra)

 অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39