skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeScrollআইসিসির এক নম্বর টি২০ বোলার হলেন রবি বিষ্ণোই

আইসিসির এক নম্বর টি২০ বোলার হলেন রবি বিষ্ণোই

মাসছয়েক পরে টি২০ বিশ্বকাপ, এই ফর্ম ধরে রাখতে পারলে সুযোগ পেতেই পারেন

Follow Us :

কলকাতা: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টি২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রিস্ট স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কার। বুধবার তার থেকেও বড় পুরস্কার পেলেন তিনি, আইসিসি (ICC) র‍্যাঙ্কিংয়ে টি২০ ফর্ম্যাটের সেরা বোলার হলেন তিনি। আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে (Rashid Khan) দ্বিতীয় স্থানে নামিয়ে দিলেন বিষ্ণোই। একই সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং মহিশ থিকসানাকে এক ধাপ করে নীচে নামিয়ে দিলেন।

অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ৯ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সি ভারতীয় লেগস্পিনার। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে অভিষেক হয়েছিল তাঁর। এ যাবত ক্ষুদ্রতম ফর্ম্যাটে ১৭.৩৮ গড়ে ৩৪টি উইকেট নিয়েছেন। স্ট্রাইক রেট ১৪.৫ এবং ইকোনমি সাতের সামান্য বেশি। আর মাসছয়েক পরে টি২০ বিশ্বকাপ, এই ফর্ম ধরে রাখতে পারলে সুযোগ পেতেই পারেন। এ মাসেই দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টি২০ খেলবে ভারত। স্পিন সহায়ক নয় এমন পিচে তিনি কেমন পারফর্ম করেন সেদিকে নজর থাকবে।

আরও পড়ুন:যতদিন হাঁটতে পারব আইপিএল খেলে যাব: ম্যাক্সওয়েল

এদিকে টি২০তে ব্যাটার হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। ৫০ ওভারের বিশ্বকাপে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। কিন্তু পছন্দের ফর্ম্যাটে ফিরতেই সূর্যের ব্যাট ঝলসে উঠেছে। তাঁর থেকে পয়েন্টে বেশ খানিকটা পিছিয়ে দুই নম্বরে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। তিন, চার এবং পাঁচে যথাক্রমে এইডেন মার্করাম, বাবর আজম এবং রাইলি রুসো। আইসিসির সেরা অলরাউন্ডার শিরোপা ধরে রেখেছেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। তিনে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular