নয়াদিল্লি: শুক্রবার বিকেল। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) গ্রেফতারের (Arrest) খবরের পরই (পরে এদিনই তিনি অন্তর্বর্তী জামিন পান) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় বইয়ে গেল। কর্পোরেট অফিস থেকে, ট্রেনে, বাসে যুব প্রজন্মের মধ্যে নানা মতামতের প্রতিক্রিয়ায় শোরগোল উঠল। কেউ লিখলেন, আল্লু অর্জুনের এক্ষেত্রে কী করার আছে? সব অভিনেতাই (Actor) তো প্রিমিয়ারে যান। তাঁকে ঘিরে উন্মাদনার দায় তো তাঁর নয়। কোনও মন্তব্যে শোনা যায়, হিরো গ্রেফতার হয়েছেন,ওঁদের জামিন পেতে কতক্ষণ? গাড়ি চালিয়ে ফুটপাতবাসীকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছিল বলিউড অভিনেতা সলমান খানের বিরুদ্ধে। কী হল শেষে? তেলুগু সহ দক্ষিণী সিনেমায় তুমুল জনপ্রিয় আল্লু অর্জুন। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমা দর্শকদের প্রচুর সাড়া পেয়ে এমনিতেই ব্যবসার নিরিখে রেকর্ড করে ফেলেছে। তারই মধ্যে এদিন আচমকাই তেলঙ্গানা পুলিশের হাতে অভিনেতার গ্রেফতারির ঘটনা ঘটে। যে ঘটনায় সেখানকার কংগ্রেস সরকারকে বিঁধেছে বিজেপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও। এমনকী সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত মহিলার স্বামীও আল্লু অর্জুনের গ্রেফতারিতে উদ্বেগ প্রকাশ করলেন। এদিন তিনি বলেন, ‘আল্লু অর্জুন গ্রেফতার জানতাম না, মামলা তুলতে প্রস্তুত’। তারই মধ্যে এদিনই পরে অভিনেতার জামিনের খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় ফের এক দফা ঝড় বইয়ে যায়। কেউ কেউ লেখেন, যা বলেছিলাম তাই হল তো? এবার তো পুষ্পা টু সিনেমার ব্যবসা আরও বাড়বে।
আল্লু অর্জুনের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতার স্বামী বলেছেন, ‘আমি মামলা প্রত্যাহার করতে প্রস্তুত। আমি তাঁর গ্রেফতারের বিষয়ে জানতাম না। আমার স্ত্রীর পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার সঙ্গে আল্লু অর্জুনের সম্পর্ক নেই’। পরে মহিলার স্বামী ভাস্কর সাংবাদিকদেরও এদিন এই কথা জানিয়েছেন বলে একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। আল্লু অর্জুন পুষ্পা টু সিনেমার প্রিমিয়ারে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত। মৃতার পরিবারের দায়ের করা মামলায় শুক্রবার গ্রেফতার হন তিনি। নিম্ন আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়। পরে এদিনই তেলঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছেন। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। গত ৪ ডিসেম্বর রাতে সিনেমার প্রিমিয়ারে বিপুল সংখ্যক ভক্ত অভিনেতাকে দেখতে হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে ভিড় করেন। সেখানে পদপৃষ্ট (দমবন্ধ) হয়ে মৃত্যু হয় রেবতী নামে এক মহিলার। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারায় মামলা দায়ের হয়। অভিনেতাকে এদিন তাঁর বাড়ি থেকে কড়া নিরাপত্তার মধ্যে হেফাজতে নিয়ে চিক্কাদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় বাড়ি থেকে বেরনোর সময় পুলিশি ঘেরাটোপেই চায়ের কাপে চুমুক দেওয়া, স্ত্রীকে চুম্বন করার নায়কোচিত ভিডিও ভাইরাল হয়।
আরও পড়ুন: আল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন, কোন শর্তে?
দেখুন অন্য খবর: