skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScroll৩ দিন ধরে তল্লাশি, বিকাশ ভবন থেকে বস্তা বোঝাই নথি উদ্ধার
CBI Recruitment Case

৩ দিন ধরে তল্লাশি, বিকাশ ভবন থেকে বস্তা বোঝাই নথি উদ্ধার

উদ্ধার হওয়া নথি থেকে মামলায় আসবে গতি, দাবি সিবিআইয়ের

Follow Us :

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি (Recruitment Case) মামলায় বিকাশ ভবনে সিবিআই (CBI at Bikash Bhavan) আধিকারিকরা। হাউসের ভিতরে যে সমস্ত নথি আছে সেই সমস্ত নথি খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। ৩ দিন ধরে তল্লাশির পর শুক্রবার বিকাশ ভবন থেকে গাড়ি বোঝাই করে নথি নিয়ে গেল সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে ওই নথিগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার দিনভর তল্লাশি চলে। শুক্রবার সকালেও শুরু হয় তল্লাশি। এর আগে গত জানুয়ারি মাসেও বিকাশ ভবনে তল্লাশি চালায় সিবিআই।

বুধবার প্রায় সাড়ে তিন ঘন্টার মতো নথি খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার প্রায় ৫ ঘণ্টার মতো নথি খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। বেড়ানো সময় ওয়্যার হাউসের গেট সিল করে যান সিবিআই আধিকারিকরা। শুক্রবার পুনরায় সেই সিল খুলে ভেতরে প্রবেশ ছোকেন সিবিআই আধিকারিকরা। ২০২২ সালে ডিসেম্বর মাসে বিকাশ ভবনের এই ওয়্যার হাউসে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। ২০২২ সালের ডিসেম্বর মাসে পর থেকেই ওয়্যায় হাউসটি সিল করা অবস্থায় বন্ধ ছিল। বুধবার সেই সিল খুলে ভেতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। প্রায় দেড় বছর পর বুধবার থেকে সেই গুদামে তল্লাশি শুরু করেন সিবিআইয়ের গোয়েন্দারা। ৩ দিনের তল্লাশির পর শুক্রবার দুপুরে বিকাশ ভবনের সামনে এসে দাঁড়ায় একটি ছোটা হাতি। গাড়ি বোঝাই করে নথি নিয়ে নিজাম প্যালেসের নিয়ে যান সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন: গড়িয়াহাটে দেবাশিস কুমার, শুরু হকার সার্ভে

এদিন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের ঘরেও যান তদন্তকারীরা। বেশ কিছু নথিপত্রও সংগ্রহ করা হয়। দুপুরের দিকে বস্তা ভর্তি নথি নিয়ে বেরতে দেখা যায় সিবিআই আধিকারিকদের। বস্তা ভর্তি নথিপত্রে কী রয়েছে, সে বিষয়ে সিবিআইয়ের তরফে এখনও কিছু জানানো হয়নি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার নথিপত্র উদ্ধার করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই নথির উপর ভর করে মামলা চালাতে বাড়তি অক্সিজেন পাবে সিবিআই।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular