কলকাতা: পরিচালক জোয়া আখতারের দ্য আর্চিস দিয়ে বলিউডে ডেবিউ করেছেন সুহানা খান। সুজয় ঘোষের (Sujoy Ghosh) আগামী ছবিতে বাবা শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সুহানা খান (Suhana Khan)। এ বার এই অ্যাকশন ছবিতে খল চরিত্রাভিনেতার নামও এল প্রকাশ্যে।
সুজয় ঘোষের আগামী ছবির নাম কিং। সুহানাকে এবার দেখা যাবে তাঁর বাবা তথা বলিউডের সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে। ছবির জন্য খলচরিত্রটির সন্ধানে ছিলেন সুজয়। শোনা যাচ্ছে, চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর অবশেষে খলচরিত্রটির জন্য অভিনেতাকে খুঁজে পেয়েছেন পরিচালক। সূত্রের দাবি, ছবিতে খলচরিত্রের জন্য সুজয়ের পছন্দ অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। ছবিটি প্রযোজনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সূত্রের দাবি, ছবিতে অভিষেককে নতুন লুকে হাজির করতে চাইছেন তিনি। শোনা যাচ্ছে, এই মুহূর্তে ছবির প্রস্তুতি চলছে জোরকদমে। বছরের শেষে এই ছবির শুটিং শুরু হতে পারে।
আরও পড়ুন: ‘ভাড়া করা পোশাক… টলিউডকে কটাক্ষ শ্রীলেখার
শেষবার বলিউড সুপারস্টার শাহরুখ খানকে দেখা গিয়েছিল ‘ডাঙ্কি’ ছবিতে। সকলেই কিং খানের পরবর্তী ব্লকবাস্টারের জন্য অপেক্ষায় রয়েছেন। এবার সুজয় ঘোষের পরিচালনায় কাজ করতে চলেছেন বলিউড বাদশা কিং খান। জানা গিয়েছে যে, কন্যা সুহানার সঙ্গে এই ছবির মুখ্য ভূমিকাতেই অভিনয় করবেন শাহরুখ।
অন্য খবর দেখুন