কলকাতা: সঞ্জয় রায় কী একা ধর্ষক ও খুনী? পলিগ্রাফ টেস্টে বা কী রয়েছে? কী রয়েছে সিবিআইয়ের (CBI) রিপোর্টে? টানা ২২ দিন ধরে আরজি কর কাণ্ডে (RG Kar Case) তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের রিপোর্ট কলকাতা টিভির হাতে। বিশেষজ্ঞদের মতে, ঘটনায় জড়িত সঞ্জয় রায়ই। মুখ চেয়ে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে চিকিৎসককে। ভোর ৪টে থেকে ৪.৩০ টের মধ্যে মৃত্যু হয়েছে চিকিৎসককের। ডাক্তারের শরীরের ধর্ষণের স্পষ্ট চিহ্ন রয়েছে। এইমসের অটোপসি বিশেষজ্ঞরা এমনই দাবি করেছে।
আরও পড়ুন: নির্যাতিতার ফোন থেকে রাত ২টো বেজে ৩ মিনিটে কী হোয়াটসঅ্যাপ বার্তা গিয়েছিল?
আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের হাতিয়ার এক প্রত্যক্ষদর্শী। হাসপাতালেরই গ্রুপ ডি’র একজন কর্মী। সিবিআই সূত্রের খবর ঘটনার দিন ডিউটিতে ছিলেন। তার বয়ান রেকর্ড করে ১৬৪ ধারায় গোপন জবানবন্দি করাতে চলেছে সিবিআই।
দেখুন ভিডিও