কলকাতা: আর জি কর মেডিকেল কলেজের (R G Kar Medical College and Hospital) প্রশাসনিক ক্ষেত্রে ফের রদবদল। আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে শান্তনু সেনকে সরিয়ে আবার সুদীপ্ত রায়কে আনাল স্বাস্থ্য দফতর। গত ফেব্রুয়ারি মাসেই সুদীপ্ত রায়কে সরিয়ে শান্তনু সেনকে চেয়ারম্যান করা হয়েছিল। অন্যদিকে, প্রিন্সিপাল পদে সন্দীপ ঘোষকে সরিয়ে মানস মুখোপাধ্যায়কে আনা হয়েছিল। সোমবার এক নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর তাতে বলা হয়, আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদের দায়িত্বে নেবেন সন্দীপ ঘোষ। মানস মুখোপাধ্যায়কে বারাসাত মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হয়েছে।
এর আগে আরজি করের অধ্যক্ষ বদল নিয়ে এর আগেও কম জলঘোলা হয়নি। গত এক বছর ধরে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চিকিৎসার সরঞ্জাম কেনা, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ, হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ১১ সেপ্টেম্বর স্বাস্থ্যভবনই নির্দেশিকা জারি করে সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রফেসর হিসাবে পাঠিয়েছিল।
আরও পড়ুন: কামদুনি কান্ডে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
সোমবার ফের নির্দেশিকা জারি করে স্বাস্থ্যভবন। সেখানে বলা হয়েছে, আরজি করের প্রিন্সিপাল হিসাবে আনা হল সন্দীপ ঘোষকে। অন্যদিকে মানস বন্দ্যোপাধ্যায় ফিরলেন বারাসত মেডিক্যাল কলেজে। অন্যদিকে বদলি করা হয়েছে আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেনকে। নতুন চেয়ারম্যান হলেন সুদীপ্ত রায়।
আরও অন্য খবর দেখুন
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)