কলকাতা: দিওয়ালির আগে শাহরুখ-সালমানের অনুরাগীদের জন্য সুখবর। পুনরায় মুক্তি পাচ্ছে সালমান খান, শাহরুখ খানের আইকনিক ছবি ‘করণ অর্জুন’ (‘Karan Arjun’)। ৯-এর দশকে করণ অর্জুন দেখেননি এমন দর্শক কমই রয়েছেন। রাকেশ রোশনের পরিচালিত এই ছবিটি সেই সময়ে সাড়া ফেলে দিয়েছিল। বলিউডের সেরা সিনেমাগুলির তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি। ফের বড়পর্দায় ফিরছে শাহরুখ, সলমন অভিনীত সেই কিংবদন্তি ছবি। এই ছবিতে শাহরুখ ও সলমন ছাড়াও ছিলেন রাখী , কাজল , মমতা কুলকর্নি । আর চলতি বছরের অর্থাৎ ২০২৪ সালের ২২ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি। এই ছবির অনুরাগীদের কাছে দীপাবলির উপহারের। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে সলমন খান লিখেছেন, ‘রাখীজি সত্যি কথাই বলেছিলেন, ‘আমার কর্ণ-অর্জুন আসবে। কর্ণ অর্জুন সত্যিই আসছে। ২২ নভেম্বর থেকে, গোটা বিশ্বে সিনেমাহলে দেখা যাবে এই ছবি।
View this post on Instagram
অন্য খবর দেখুন