Friday, July 4, 2025
HomeScrollটালা থানার ওসিকে চটি দেখিয়ে বিক্ষোভ-স্লোগান
CBI On R G Kar

টালা থানার ওসিকে চটি দেখিয়ে বিক্ষোভ-স্লোগান

সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে নিয়ে চায় সিবিআই

Follow Us :

কলকাতা: সিজিও (CGO) থেকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে (OC Abhijit Mondal Tala Police Station) বার করার সময় তাঁকো ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় উপস্থিত জনতা। আরজি করের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে রবিবার আদালতে তোলা হয়। আদালতের নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখায় জনতা। সিজিও কমপ্লেক্সের বাইরে অভিজিৎ-কে দেখেই নয়, বিক্ষোভকারীরা চটি হাতে স্লোগান দিতে থাকেন কলকাতা পুলিশের বিরুদ্ধেই। ওঠে, ‘কলকাতা পুলিশ হায় হায়’ স্লোগান।

আরও পড়ুন: সাতসকালে মানিকচকে বোমাবাজি, নিহত কংগ্রেস নেতা

রবিবার অভিজিৎকে শিয়ালদহ আদালতে (Sealdah Court) তোলা হয়। সেখান থেকেই তাঁকে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে। সিবিআইয়ের (CBI) তরফ থেকে অভিজিৎ মণ্ডলের হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হবে। এদিন আদালতে তোলা হয় সন্দীপ ঘোষকেও। বিশৃঙ্খলা এড়াতে শিয়ালদহ আদালতের বাইরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। আর্থিক দুর্নীতির মামলায় আগেই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। এমনকী চিকিৎসক ধর্ষণ খুনে গ্রেফতার করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। এদিন আদালতে সন্দীপকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই। যখন টালা থানার প্রাক্তন ওসি-কে দেখে বিক্ষোভ, তখন অন্যদিকে, স্বাস্থ্যভবনের বাইরে প্ল্যাকার্ড, পোস্টার হাতে বিক্ষোভ দেখান ডেন্টাল সার্জনরাও।

দেখুন ভিডিও

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39