মালদহ: সাতসকালে মানিকচকে বোমাবাজির অভিযোগ। মানিকচকের ধরমপুর এলাকায় বোমাবাজির (Bombing in Manikkach) ঘটনা ঘটে। কংগ্রেস নেতাকে লক্ষ্য করে একাধিক বোমা মারার অভিযোগ। ঘটনায় মৃত্যু শেখ সাইফুদ্দিন নামে এক কংগ্রেস নেতার। ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ। বোমার আঘাতেই মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে।
আরও পড়ুন: দিনভর দুর্যোগের ঘনঘটা, ভাসবে শহর থেকে জেলা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকাদখল নিয়ে দীর্ঘদিন ধরে গোপালপুরের তৃণমূল অঞ্চল সভাপতি নাসির শেখের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল কংগ্রেস নেতা সইফউদ্দিন শেখের। মনে করা হচ্ছে দ্বন্দ্ব থেকেই এই ঘটনা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পিকেট মোতায়েন।
অন্য খবর দেখুন