কলকাতা: ‘শিরদাঁড়া, কি দাঁড়ায়?’ আরজি কর কাণ্ডে গানে গানে প্রশ্ন তুললেন গৌরব। সেই আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আঁচ পড়েছে দেশের অন্যান্য প্রান্তে। এবার আরজি কর কাণ্ড নিয়ে গানে গানে প্রশ্ন তুললেন গৌরব। এদিন গানে গানে আজাদির ডাক তোলেন। তিনি গানে গেয়ে বলেন, ‘পাল্টেছে জলবায়ু, বিপন্নতার আয়ু, অবক্ষয়ের রং তুলি হাতে ছবি আঁকে ইতিহাস। হাঁসফাঁস করে পাতাল, জ্বলছে এ মহাকাল, শহরের এক সুখী গৃহকোণে অর্ধনগ্ন লাশ। শিরদাঁড়া কী দাঁড়ায়, বিকিয়েছ বেমালুম, কবে যে আবার তুমি জাগবে পুড়িয়ে শীতঘুম?’
অন্য খবর দেখুন