নয়াদিল্লি: আদানি (Adani) শেয়ার কাণ্ড নিয়ে নতুন করে আলোড়ন। সৌজন্যে আমেরিকার (USA) শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গের নতুন দাবি। অভিযোগ সেবি (SEBI) চেয়ারপার্সন মাধবী পুরী বুচ ও তাঁর স্বামী ধবল বুচের বিরুদ্ধে। হিন্ডেনবার্গের রিপোর্টে দাবি, আদানিদের যে সংস্থার বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ ছিল সেই অফশোর সংস্থায় গোপন অংশীদারি ছিল সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচ ও তাঁর স্বামী ধবল বুচের।
জানা গিয়েছে, হিন্ডেনবার্গ আরও দাবি করেছে, বিদেশি বারমুডা ও মরিশাস ফান্ডে অংশীদারি ছিল সেবি প্রধানের। দুই ফান্ডের মাধ্যমে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করা হয়েছিল বলে রিপোর্টে প্রকাশ। উল্লেখ্য, ২০১৭ সালে সেবিতে যোগ দেন মাধবী। রিপোর্টে দাবি, ২০১৮ সালে ব্যক্তিগত ইমেল ব্যবহার করে স্বামীর নাম করে বিনিয়োগ থেকে টাকা তুলে নেন মাধবী। ২০২০ সালের মার্চ মাসে সেবির চেয়ারপার্সন নিযুক্ত হন তিনি। তারপরই ব্ল্যাকস্টোন নামে একটি সংস্থায় উপদেষ্টা হিসেবে যোগ দেন মাধবীর স্বামী। তারপর এ দেশে জমি, আবাসন, আরআইআইটি ক্ষেত্রে বিনিয়োগ করতে শুরু করে ব্ল্যাকস্টোন। মাধবী সেবিতে যোগ দেওয়ার পর ব্ল্যাকস্টোনকে সুবিধা পাইয়ে দিতে আরআইআইটির বহু নিয়ম পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে এই রিপোর্টে। তবে হিন্ডেনবার্গের এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সেবি চেয়ারপার্সন ও তাঁর স্বামীর।
আরও পড়ুন: পুলিশকে বিশেষ নির্দেশিকা লালবাজারের
আরও খবর দেখুন