নয়াদিল্লি: জনমত সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সমর্থন নামল ৫০-এর নীচে। দেশে ৫০ শতাংশের বেশি ভোটদাতা তাঁর প্রতি আস্থা রাখছেন না। যা হল এই প্রথম। গত লোকসভা ভোটের পরে মোদির সমর্থন সাড়ে সাত শতাংশ কমেছে। সমীক্ষায় দাবি করা হয়েছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) জনপ্রিয়তা বেড়েছে। রাহুলের সমর্থন বেড়েছে ১১ শতাংশ। তবে তিনি এখনও জনপ্রিয়তার নিরিখে মোদির নীচে রয়েছেন। ওই সমীক্ষা অনুযায়ী, এখনই লোকসভা ভোট হলে বিজেপির ভোট ৩৮ শতাংশ থেকে কমে ৩৬.৬ শতাংশ হতে পারে। তবে তারা জিততে পারে ২৪৪। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ১০৬টি।
গত ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পর সর্বভারতীয় স্তরে একটি সংস্থা এই সমীক্ষা করেছে। ১৫ জুলাই থেকে ১০ অগাস্টের মধ্যে করা এই সমীক্ষায় নেওয়া হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৪৬৩ জনের মতামত। সরাসরি ৪০ হাজার ৫৯১ জনের মত নেওয়া হয়েছে। অন্যরা অনলাইনে তাঁদের মত জানিয়েছেন। ওই সমীক্ষা অনুযায়ী, পছন্দের নেতা হিসেবে ৪৯ শতাংশ মত গিয়েছে মোদির পক্ষে। রাহুল গান্ধীকে বেছে নিয়েছেন ৩২ শতাংশ ভোটদাতা। ৮ শতাংশের সমর্থন নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রেই এই জনমত সমীক্ষা করা হয়েছে।
আরও পড়ুন: ১১২ বছর বয়সি টিনিউড জানালেন, বেঁচে থাকার গোপন রহস্য নেই
আরও খবর দেখুন