কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার (Teacher Recruitment Scam) জন্য কলকাতা হাইকোর্টে (Calcutta High Court ) নতুন ডিভিশন বেঞ্চ গঠিত হল। বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে ওই বেঞ্চ গঠন করা হয়েছে। এবার ওই বেঞ্চই এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা শুনবে।
এসএসসির নবম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি নিয়ে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। আদালত অনেকের চাকরি বাতিলের নির্দেশ দেয়। তাকে চ্যালেঞ্জ করে কয়েকজন চাকরিহারা সুপ্রিম কোর্টে (Supreme Court ) যান। শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল। সম্প্রতি সুপ্রিম কোর্ট এসএসসির নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা আবারও হাইকোর্টে ফিরিয়ে দেয়। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দুই মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে। হাইকোর্টকে ছয় মাসের মধ্যে মামলার শুনানি শেষ করে রায় দিতে হবে। সুপ্রিম কোর্ট আরও বলে, কলকাতা হাইকোর্টকে এই মামলা শোনার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করতে হবে।
আরও পড়ুন: পঞ্চায়েতে হিংলায় বলি, পরিবারপিছু ১ জনকে চাকরি
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভগননম শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে এসএসসির নিয়োগ দুর্নীতির মামলা শোনার জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করেন। এর আগে কলকাতা হাইকোর্টও সিবিআই এবং ইডিকে তদন্তে ঢিলেমির জন্য একাধিকবার তোপ দেগেছিল।
আরও অন্য খবর দেখুন