বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে চলছে রাজ্যের ৫ টি জেলার ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সকাল ৯ পর্যন্ত ৪১টি অভিযোগ জমা পড়ল কমিশনের কাছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার দুটি বিধানসভা কেন্দ্র নৈহাটি এবং হাড়োয়াতে সবচেয়ে বেশি ১৭ টি অভিযোগ এসেছে।
প্রায় দেড় হাজারের বেশি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে কেন্দ্র করে ১০৮ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে।এই ছটি আসনের মধ্যে মাদারিহাট আসনটি বাদে সবকটি আসন ই ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটগ্রহণের নিরাপত্তায়।
নৈহাটি ১৩ কোম্পানি, হাড়োয়া ১৮ কোম্পানি, সিতাই ১৮ কোম্পানি, মাদারিহাট ১৮ কোম্পানি,মেদিনীপুর ১৯ কোম্পানি, তালডাংরা ২২ কোম্পানি।
আরও পড়ুন: ওয়েনাড় থেকে জীবনের প্রথম নির্বাচনের লড়াই প্রিয়াঙ্কার
মাদারিহাট: দূর থেকে দেখে মনে হবে কোনও অনুষ্ঠানের প্যান্ডেল, সামনে গেলে দেখা যাচ্ছে সেটা ভোট গ্রহণ কেন্দ্র। যা রীতিমতো নজর কাড়ছে ভোটারদের। মাদারিহাট গার্লস হাইস্কুলে ১৪/৬৫ নম্বর কেন্দ্রে তৈরি করা হয়েছে মডেল ভোট গ্রহণ কেন্দ্র। ভোটগ্রহণ কেন্দ্রে প্রবেশের মুখে রয়েছে সেলফি পয়েন্ট, আর ভেতরে রয়েছে মাতৃ গৃহ, শিশুদের খেলার জায়গাও। তাদের কথায়, এই প্রথম এই রকম ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলাম। অন্যরকম অনুভূতিও বটে।
নৈহাটি: নির্বাচনের কারণে বন্ধ রয়েছে নৈহাটি বড় মায়ের মন্দির। বড়মার কাছে পুজো দিতে আসা দর্শনার্থীদের দাবি তাদের মন্দির খুলে দিতে হবে তারা পুজো দেবেন, যা নিয়ে শুরু হয় তুমুল বচসা। তাদের দাবি তৃণমূল প্রার্থী সনদ দে পুজো দিলে আমরাও পুজো দেব।
তালডাংরা, বাঁকুড়া:-বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপনির্বাচনে ১২১ নম্বর বুথ পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়।
ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যেই ওই বিধানসভার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর ছবি দেওয়া ভোটার স্লিপ বিতরণ করছে তৃণমূল কর্মী। টোটোতে বসেই চলছে ওই স্লিপ বিতরণ।
অন্যদিকে সেই টোটোর পাশেই বহিরাগতদের আনাগোনা। তবে সংবাদ মাধ্যম সেখানে হাজির হতেই টোটো নিয়ে চম্পট দিলেন টোটো চালক। স্লিপ বিতরণ করা ওই টোটো চালক নিজেকে তৃণমূল কর্মী বলে মেনে নিয়েছেন।
ভোটাধিকার প্রয়োগ করলেন তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। বুধবার সকালে সিমলাপালের ২২৪ নম্বর শালবনী প্রাথমিক বিদ্যালয় বুথে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটদান শেষে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু সাংবাদিকদের বলেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে, কোনও সমস্যা নেই।
বিরোধী বিজেপি অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল, সফল হয়নি। এই বিধানসভা এলাকায় সব দিন শান্তিপূর্ণ ভোট হয়, এবারও হবে। তবে তিনি নিজের জয়ের ব্যাপারে ২০০ শতাংশ আশাবাদী বলে জানান।
দেখুন অন্য খবর: