Thursday, July 3, 2025
HomeScrollসন্দেশখালি নিয়ে দুটি তদন্ত কমিটি গড়ল তৃণমূল
TMC Committee on Sandeshkhali

সন্দেশখালি নিয়ে দুটি তদন্ত কমিটি গড়ল তৃণমূল

দুদিনের মধ্যে সন্দেশখালির বিধায়কের কাছে তৃণমূলের রিপোর্ট জমা পড়বে

Follow Us :

বারাসত: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে ইতিমধ্য তোলপাড় রাজ্য রাজনীতি। ওই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসও বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন। তারই মধ্যে সন্দেশখালি নিয়ে মান বাঁচাতে দলীয়ভাবে দুটি তদন্ত কমিটি (Committee) গড়ল তৃণমূল, এমনটাই ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে। যেসব গ্রামবাসী জমির পাট্টা পেলেও রেকর্ড করাতে পারেননি, সেই প্রক্রিয়া শুরু করল জেলাপরিষদ। আগামী ১৯ ফেব্রুয়ারি  গ্রামবাসীদের জেলাপরিষদে আসতে বলা হয়েছে। যাঁদের রেকর্ড হয়নি তাঁদের আসতে বলা হয়েছে। তৃণমূল পরিচালিত জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ভূমি দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে ওঁদের রেকর্ড করে দেওয়ার ব্যবস্থা করব। সন্দেশকালির দুটি ব্লকে জেলাশাসককে সঙ্গে নিয়ে যাব। মৎস্য দফতর, ভূমি দফতরের আধিকারিকরাও সঙ্গে যাবেন।

সন্দেশখালির ঘটনায় জেলা পর্যায় ও স্থানীয় স্তরে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পর্যায়ের তদন্ত কমিটিতে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দমকল মন্ত্রী সুজিত বসু, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। স্থানীয় স্তরের কমিটিতে রয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী সর্দার, এসসি, এসটি, ওবিসি সেলের নেতা মহেশ্বর সর্দার, গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গণেশ হালদার। তৃণমূলের এক নেতা জানিয়েছেন, ভেড়ির টাকা ফেরত দেওয়া হয়েছে কি না, জোর করে জমি দখল করা হয়েছে কি না তা খতিয়ে দেখে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর কাছে রিপোর্ট জমা পড়বে।

আরও পড়ুন: রাশিয়া ক্যান্সার ভ্যাকসিন তৈরির কাছাকাছি, মন্তব্য পুতিনের

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39