নয়াদিল্লি: প্রথম টি-২০ (T20) তে টসের পরই বিপত্তি। ভারতের (India) জাতীয় সঙ্গীতের সময় আচমকা স্টেডিয়ামের মিউজিক সিস্টেম বন্ধ হয়ে গেল। ক্রিকেটারেরাও কিংকর্তব্যবিমূঢ় । অনেকেই হতবাক হয়ে ভাবছিলেন, নির্ধারিত সময়ের আগে কি ভুল করে জাতীয় সঙ্গীত বাজিয়ে দেওয়া হয়েছিল? কিন্তু তারপর ফের মিউজিক সিস্টেমে ভারতের জাতীয় সঙ্গীত শুরু হয়। গাইতে শুরু করেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মারা। কিন্তু এরপর ফের স্টেডিয়ামের মিউজক সিস্টেম বন্ধ হয়ে যায়। কিছুটা বিরক্ত ভারতীয় ক্রিকেটারেরা তখন খালি গলাতেই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন। গান শেষও করেন। তবে এরপর ফের প্রথম থেকে গানটি বাজতে শুরু করে স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে। তখন হেসে ফেলেন হার্দিক, সূর্যকুমাররা। তবে ফের তাঁরা গলা মেলাতে শুরু করেন। এবার গান চলাকালীন দু-একবার সামান্য শব্দের সমস্যা হলেও তা শেষ হয়। ক্রিকেটারেরাও গান শেষ করেন। সব মিলিয়ে ম্যাচের আগে দুবার জাতীয় সঙ্গীত গাইলেন হার্দিকরা। যা খেলার মাঠে বেশ বেনজির ঘটনা।
Html code here! Replace this with any non empty text and that's it.