নয়াদিল্লি: উত্তরাখণ্ডে (Uttarakhand) এক নার্সকে (Nurse) ধর্ষণ ও খুনের অভিযোগ উঠল। নৈনিতালে এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩০ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। ৩১ জুলাই রুদ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এক সপ্তাহের বেশি সময় পরে একটি ফাঁকা জায়গা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ওই নার্সকে ধর্ষণ ও খুন করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা জিনিস লুঠ করা হয়েছে।
জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হয়। মৃতার চুরি হওয়া মোবাইল কোথায় রয়েছে তা খতিয়ে দেখা হয়। সেই সূত্রে রাজস্থানের যোধপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশে শ্রমিকের কাজ করতেন। ধৃত জানিয়েছে, ছিনতাইয়ের জন্য হামলা করা হয়েছিল নার্সের উপর। তারপর ধর্ষণ ও শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত।
আরও পড়ুন: গাজা আমাদের, প্রাণ বিপন্ন হলেও যাব, বললেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট
আরও খবর দেখুন