skip to content
Wednesday, January 22, 2025
HomeScrollদ্রুত তথ্য কমিশনের শূন্যপদ করতে হবে পূরণ, জারি সুপ্রিম নির্দেশ
Supreme Court

দ্রুত তথ্য কমিশনের শূন্যপদ করতে হবে পূরণ, জারি সুপ্রিম নির্দেশ

১১ নভেম্বর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানও হয় তথ্য কমিশনের রয়েছে অজস্র শূন্যপদ

Follow Us :

দিল্লি: দ্রুত কেন্দ্র এবং রাজ্য দুই ক্ষেত্রেই তথ্য কমিশনের শূন্যপদ করতে হবে পূরণ, নির্দেশ শীর্ষ আদালতের। ১১ নভেম্বর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানও হয় কেন্দ্র ও দেশের বিভিন্ন রাজ্যের তথ্য কমিশনের রয়েছে অজস্র শূন্যপদ। দ্রুত সেই পদগুলিতে এবার লোক নিতে হবে বলে স্পষ্টত এবার জানিয়ে দেওয়া হল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানও হয় কেন্দ্রীয় তথ্য কমিশনে বহু পদ ফাঁকা আছে। আর সেখানে কাজ করছে মাত্র ৩ জন। দুই সপ্তাহের মধ্যে শূণ্যপদগুলি পূরণ করতে হবে সাফ জানানও হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে। এই পদগুলি পূরণে দুই সপ্তাহের মধ্যে পদক্ষেপ করে রিপোর্ট দিতে নির্দেশ অতিরিক্ত সলিসিটর জেনারেল বিজেন্দ্র চাহারকে।

আরও পড়ুন: ইভিএমের ফলে সন্দেহ, ব্যালটে ভোট করাতে গিয়ে গ্রেফতার গ্রামবাসীরা! 

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানও হয়েছে মহারাষ্ট্রে ৭, কর্নাটকে ৮, ছত্তিশগড়ে দুই, বিহারে এক, পশ্চিমবঙ্গে চার, ওড়িশায় ৫ এবং তামিলনাড়ুতে দুটি করে পদ ফাঁকা রয়েছে। ঝাড়খন্ড, তেলেঙ্গানা এবং ত্রিপুরায় রাজ্য তথ্য কমিশন কর্মহীন হয়ে রয়েছে বেশ কয়েক বছর। এই সব রাজ্যগুলিকে শূন্য পদ পূরণে দ্রুত পদক্ষেপ করে তার অগ্রগতি রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে পেশ করতে হবে কোর্টে। পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে শীঘ্রই সার্ভে করে জানাতে তাদের রাজ্যে তথ্য কমিশন বিভাগে কটা করে পদ ফাঁকা আছে তা জানাতে হবে। আর যদি শূন্যপদ থাকে তাহলে তা আগামী ২ সপ্তাহের মধ্যে পূরণ করে কোর্টে জানাতে হবে।

উল্লেখ্য জেকোনও সরকারি তথ্য বা সংবাদ জানার জন্য নাগরিক তথ্য কমিশনের কাছে আবেদন করতে পারেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আইনত সম্ভব হলে তথ্য সরবরাহ করার দায়িত্ব এই কমিশনের। কিন্তু শূন্য পদের কারণ দেখিয়ে অধিকাংশ সময়ই এমন আবেদন ফেরত পাঠানো হয়।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular