কলকাতা: একই ট্র্যাকে ঢুকে পড়ল বন্দে ভারত (Vande Bharat) ও বর্ধমানের লোকাল ট্রেন (Local Train)। যা দেখে ভয় কেঁপে উঠবেন আপনিও। চলতি বছরেই একাধিক দুর্ঘটনা ঘটেছে। আর এই দেখে ভয়ে শিউড়ে উঠেছেন যাত্রীরা। মাত্র কয়েক মিনিটের ব্যবধান,অল্পের জন্য প্রাণে বাঁচল যাত্রীরা। বর্ধমান কর্ড শাখার শিবাইচন্ডী স্টেশনের কাছে একই লাইনে চলে এল বন্দে ভারত এক্সপেস ও একটি লোকাল ট্রেন। ভিডিও সামনে এসেছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই ভিডিও তুলেছেন যাত্রীরা। সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি অনলাইন। হাওড়া থেকে এনজেপি যাওয়ার সময় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে পড়ে শিবাইচন্ডী স্টেশনে ঢোকার মুখে হোম সিগন্যালে। একই লাইনে চেরাগ্রামে ঢোকার আগে একটি লোকাল ট্রেনও ওই সময় হোম সিগন্যালে দাঁড়িয়ে ছিল বলে সূত্রের খবর। তবে রেলের দাবি, এটা স্বাভাবিক ঘটনা। কোনও দুর্ঘটনার বিষয় নয় এটা। স্বয়ংক্রিয় সিগন্যাল জোনে বিশেষ পরিস্থিতিতে এই রকম হয়ে থাকে।
দেখুন ভিডিও