শনিবার ১৮ জানুয়ারি সরগরম হয়ে উঠেছিল শিয়ালদহ চত্বর। আনুষ্ঠানিক ভাবে রায় ঘোষণার পর আরও একদফা ‘উই ওয়ান্ট জাস্টিস’-এর স্লোগানে মুখরিত শিয়ালদহ আদালত চত্বর।
আরজি কর ঘটনার প্রতিবাদে সুর চড়িয়েছিলেন ডক্টর অনিকেত মাহাতো। রায় ঘোষণার দিন তিনি বলেন, ‘এ কেমন বিচার? সঞ্জয় রায় ছাড়া আর কারা? শুরুর দিন থেকে বলেছি এই ঘটনায় একাধিক জনের জড়িত থাকার কথা। তাঁদের কী হল?’ একই সুর শোনা যায় দেবাশিসের গলায়।
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রশ্ন-দাবি, প্রথম থেকেই আন্দোলনকারী ডাক্তারদের সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ। ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তির যুক্ত থাকার দাবি। সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও কেন দেওয়া হচ্ছে না কেন? ফরেনসিক রিপোর্টে পরিষ্কার সঞ্জয় রায় ছাড়াও আরও অনেকে এর সঙ্গে যুক্ত। কেন তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে?