skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeScrollলোকসভা ভোটে কী থাকতে চলেছে কংগ্রেসের ইস্তেহারে? জানুন বড় আপডেট

লোকসভা ভোটে কী থাকতে চলেছে কংগ্রেসের ইস্তেহারে? জানুন বড় আপডেট

কংগ্রেসের ইস্তেহার প্রকাশ নিয়ে কী চমক থাকছে জেনে নিন

Follow Us :

কলকাতা: এগিয়ে আসছে লোকসভা ভোট (Loksabha Vote)। প্রতিটি রাজনৈতিক দলই (Political Party) দলীয় অভ্যন্তরে তার প্রস্তুতি শুরু করেছে। বাদ নেই কেন্দ্রে সরকার গড়তে প্রতিদ্বন্দ্বী দুই বৃহৎ রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস। প্রতিটি নির্বাচনে ইস্তেহার প্রকাশ করে দলগুলি। সেই ইস্তেহারে (Manifesto) সেই দল ক্ষমতায় এলে মানুষের জন্য কী পরিষেবা দেবে তার প্রতিশ্রুতি দেয়। এবার কংগ্রেস (Congress) ঠিক করেছে ২০২৪ সালের লোকসভা ভোটে তাদের কী ইস্তেহার হবে তা মানুষের মত নিয়ে ঠিক করা হবে। সেই মোতাবেক মানুষের মতামত চাইল তারা। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি চলছে। তারই মধ্যে ইস্তেহারের জন্য একটি ইমেল আইডি ও একটি ওয়েবসাইট প্রকাশ করেছে কংগ্রেস।

কংগ্রেসের ইস্তেহার কমিটির চেয়ারম্যান পি চিদম্বরম জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তেহার মানুষের ইস্তেহার হতে চলেছে। প্রতিটি রাজ্যেই মানুষের মত নেওয়া হবে। এছাড়া ইমেল ও ওয়েবসাইটে মতামত নেওয়া হবে। তার উদ্বোধন করা হল। ওয়েবসাইটটি হল, awaazbharatki.in ও ইমেল আইডিহল, awaazbharatki@inc.in । একই বক্তব্য জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। তিনি বলেছেনষ ইস্তেহার হবে মানুষের কণ্ঠস্বর।

আরও পড়ুন: কেজরিওয়ালের সরকারি বাসভবন বিতর্কে দিল্লি সরকারকে জরিমানা

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular