কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Case) অভিযুক্ত সঞ্জয় রায়েকে (Sanjay Roy) আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ কোর্ট। তবে এই রায়ে না-খুশ জুনিয়র ডক্টরস ফ্রন্টের একাংশ।
আরও পড়ুন:আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই সাজা ঘোষণা করা হবে সঞ্জয়ের
কী বলছেন আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী জুনিয়র ডক্টর আসফাকুল্লা নাইয়া? সোমবার রায় ঘোষণার পর, ‘একজন জড়িত নয়। সাধারণ মানুষের বুদ্ধি দিয়ে বিচার করেন দেখুন। বিচার ব্যবস্থার সমালোচনা করতে নাসমালোচনা করতে পারি। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে।’ আপাতত, আন্দোলনে অনড় থাকার সিদ্ধান্ত জানিয়েছে জুনিয়র ডাক্তাররা।
কী লিখছেন জুনিয়র ডাক্তারদের অন্যতম প্রতিবাদী মুখ কিঞ্জল নন্দ। সমাজমাধ্যমে অভিনেতা লিখছেন, হতাশ লাগছে তো?লাগুক,হতাশ হওয়াটা দরকার….কারণ সত্যি বলে সত্যিই কিছু নেই ।
দেখুন আরও খবর: