ওয়েব ডেস্ক: ফ্রান্স ও আমেরিকার মধ্যস্ততায় আপাত ভাবে ৬০ দিনের জন্য ইজরায়েল ও লেবাননের মধ্যে জারি হয়েছে যুদ্ধবিরতি। একের পর এক হামলার জেরে নাজেহাল ইজরায়েল। একপ্রকার হিজবুল্লার পায়ে ধরেই যুদ্ধবিরতিতে সম্মত করেছে নেতানিয়াহুর দেশ।
যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর প্রকাশ্যে আসছে ইজরায়লের একের পর এক বেহাল অবস্থার খবর। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইজরায়েলি বিমানবাহিনী নাজেহাল। একের পর এক হামলা ও পাল্টা হামলার জেরে শেষ হতে চলেছে ইজরায়েলের যুদ্ধ বিমানগুলির মেয়াদ। ফলত, দেশটিকে খুব শিঘ্রই বিনিয়োগ করতে হবে এফ ফিফটিন ও এফ ফর্টি ফাইভ মডেলের যুদ্ধ বিমানগুলি।
আরও পড়ুন: বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চাই, ভারত সরকারের কাছে আবেদন RSS-এর
সম্প্রতি ইজরায়েলকে অস্ত্র দেওয়ার উপর একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা। যদিও আমেরিকা ইজরায়েলের বিরোধিতা করছেন না। এই মুহূর্তে চিন ও তাইওয়ান সংঘাত চরমে। অপরদিকে, অস্ত্র সংগ্রহ করে ক্ষমতা বাড়িয়ে চলেছে ইউরোপের দেশগুলি। গোটা বিশ্ব এই মুহূর্তে অস্ত্র প্রতিযোগিতায় শামিল।
সূত্রের খবর, আকাশ প্রতিরোধ ব্যবস্থা মজবুত করতে প্রায় ১০০টি এফ ৩৫, ১০০টি এফ ১৫ এবং ৫০টি এফ ১৬ বিমান কিনতে পারে ইজরায়েল। ১২টি সাধারণ হেলিকপ্টার ও ৬টি ভারী মালবহন হেলিকপ্টারের প্রয়োজন নেতানিয়াহুর দেশের। তবে আর্থিক দেনায় জর্জরিত ইহুদিরা। পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব কিনা বলবে সময়।
দেখুন আরও খবর: