কলকাতা: বাংলাদেশের হিন্দুদের প্রয়োজনীয় নিরাপত্তা চাই, ভারত সরকারের কাছে আবেদন জানাল আরএসএস (RSS)। পাশপাশি কেন্দ্রীয় সরকারের কাছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের (Priest Chinmoy Krishna Das) মুক্তির দাবি জানিয়েছে আরএসএস।এরআগেও হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে বার্তা দিয়েছিল ভারত সরকার। কেন্দ্রের তরফে বলা হয়েছিল, সে দেশে বসবাসকারী হিন্দুদের ধর্মীয়স্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাদের নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা দেওয়া বাংলাদেশ সরকারের প্রাথমিক দায়িত্ব।’ শনিবার কেন্দ্রের কাছে সেদেশের হিন্দুদের নিরাপত্তার দাবি জানাল আরএসএস।
দেখুন ভিডিও
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)