Placeholder canvas
HomeScrollস্বপ্নাদেশে জুকী কালী মায়ের আবির্ভাব

স্বপ্নাদেশে জুকী কালী মায়ের আবির্ভাব

দীঘা সমুদ্র উপকূলবর্তী জুকীর কালীমন্দির

পূর্ব মেদিনীপুর: স্বপ্নাদেশে জুকী কালী মায়ের আবির্ভাব। দীঘা (Digha ) সমুদ্র উপকূলবর্তী জুকীর কালীমন্দির দীর্ঘদিনের পুরনো। শতবর্ষে নতুন মন্দিরে পূজিতা হতে চলেছেন জুকীর কালিমা। সমুদ্র উপকূলবর্তী রামনগর এক নম্বর ব্লকের জুকিতে মায়ের মন্দির। পানের ব্যবসায়ীরা মূলত ভাবে এই পুজোর আয়োজন করে থাকে। সারা বছর ধরে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা এই মন্দির দর্শনের জন্য আসেন। এই মন্দিরকে ঘিরে নানা অলৌকিক কাহিনী লুকিয়ে রয়েছে। মা খুব জাগ্রত প্রত্যেকের কথা শোনেন। যে মানত করেন তার মনস্কামনা পূর্ন করেন মা। দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে এখানে।

আরও পড়ুন: চতুর্ভূজা রূপে পূজিত হন মা আনন্দময়ী

জুকির কালিমা খুবই জাগ্রত। জুকির এই শ্রী শ্রী দক্ষিণা কালী মাতার মন্দিরে প্রতিদিন নিত্যপুজো হয়ে থাকে। উমেশ চন্দ্র দাস মায়ের মূর্তি দান করেন। এই মন্দিরকে ঘিরে নানা অলৌকিক কাহিনী লুকিয়ে রয়েছে। মা খুব জাগ্রত প্রত্যেকের কথা শোনেন। যে মানত করেন তার মনস্কামনা পূর্ন করেন মা। দূর দূরান্ত থেকে ভক্তদের ঢল নামে এখানে। বর্তমানে মায়ের নবনির্মিত মন্দিরের কাজ চলছে। কোটি টাকারও বেশি টাকা খরচ করে এই মন্দির নির্মাণের কাজ চলছে। আগামী বছর মন্দির প্রতিষ্ঠা ও মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে।

আরও অন্য খবর দেখুন

Colour Bar | জাহ্নবী কাপুরের প্রেম নিয়ে বড় খুলাসা, দেখুন কালার বার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments