কলকাতা: টানা ছ’টি টেস্ট হারল পাকিস্তান (Pakistan)। মুলতানের পিচ ছিল ব্যাটিং স্বর্গ, সেখানে দ্বিতীয় ইনিংসে মাত্র ২২০ রানে অলআউট হয়ে গেল তারা। ইংল্যান্ড (England) জিতল এক ইনিংস এবং ৪৭ রানে। ক’দিন আগে বাংলাদেশের বিরুদ্ধে চাঞ্চল্যকর কায়দায় টেস্ট জিতেছিল ভারত। মুলতানে জো রুটদের (Joe Root) এই জয় তার চেয়ে কোনও অংশে কম নয়।
টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল পাকিস্তান। সেই ম্যাচও হারল তারা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোনও দল প্রথম ইনিংসে ৫০০-র বেশি রান করে হারল। মুলতান টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা ছিল সবথেকে বেশি, কারও জেতার সম্ভাবনা থাকলে ছিল পাকিস্তানের। কিন্তু পাশা উল্টে দিল ইংল্যান্ড। প্রথমে ব্যাটারদের দাপট এবং তারপর বোলারদের কেরামতিতে ঐতিহাসিক জয় পেল তারা।
আরও পড়ুন: গ্রিসের কাছে ঘরের মাঠে হেরে গেল ইংল্যান্ড
Magic in Multan! 🙌
A famous, famous win! 🦁
Match Centre: https://t.co/M5mJLlHALN
🇵🇰 #PAKvENG 🏴 | #EnglandCricket pic.twitter.com/lKM6NWzH2A
— England Cricket (@englandcricket) October 11, 2024
পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে সাত উইকেট হারিয়ে ৮২৩ রান করে ইংল্যান্ড। এটা টেস্ট ক্রিকেটে এক ইনিংসে তাদের সর্বোচ্চ রান। এই রান তারা করেছে ১৫০ ওভারে অর্থাৎ পাঁচের উপর গড় রেখে। ট্রিপল সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক এবং ডাবল সেঞ্চুরি করেন জো রুট। বড় রান করেন জাক ক্রলি এবং বেন ডাকেটও।
অধিনায়ক অলি পোপ চতুর্থ দিন যখন ডিক্লেয়ার দেন তখন বাকি আর একটা সেশন এবং পঞ্চম দিন এবং তাঁদের লিড ২৬৬ রানের। ম্যাচ জিততে গেলে পাকিস্তানকে অলআউট করতে হবে ওই সময়ের মধ্যেই। ব্যাটিং সহায়ক পিচে তা অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করলেন ইংলিশ বোলাররা। চার উইকেট নিলেন স্পিনার জ্যাক লিচ এবং। দুটি করে নেন গাস অ্যাটকিনসন এবং ব্রাইডন কার্স এবং একটি ক্রিস ওকসের।