কলকাতা: রবিবার নিউজিল্যান্ডের (New Zealand) কাছে হারের পরেও এক দৃশ্য দেখে আশাবাদী ভারতীয় সমর্থকরা। চিন্নাস্বামী স্টেডিয়ামের নেটে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচকে বল করছেন মহম্মদ শামি (Mohammad Shami)। এরপরেই জল্পনা উঠেছে, তাহলে কি সুস্থ হয়ে উঠেছেন ডানহাতি পেসার, জাতীয় দলে কবে ফিরবেন, অস্ট্রেলিয়া সিরিজে কি থাকছেন?
স্বয়ং শামি এ নিয়ে মুখ খুলেছেন। এক নামী ক্রীড়ামাধ্যমকে ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বলেন, “গতকাল দারুণ বোধ করেছি। আমি এ যাবত অর্ধেক রান আপ নিয়ে বোলিং করছিলাম কারণ শরীরের উপর বেশি চাপ দিতে পারছিলাম না। গতকাল আমরা ঠিক করি যে আমি যথাযথভাবে বল করব, সেই কারণেই ১০০ শতাংশ দিই।”
আরও পড়ুন: ১০৬ রানে শেষ বাংলাদেশ, ম্যাচে ফেরালেন তাইজুল
Mohammed Shami, with splendid hair, now bowling as he continues his rehab. pic.twitter.com/prtnEgmtl5
— Swaroop Swaminathan (@arseinho) October 20, 2024
শামি আরও বলেন, “খুবই ভালো বোধ করেছি, ফলাফলও ভালো এসেছে। আশা করি, আবারও রাস্তায় ফিরে আসব। একটা চোটের পর ফিরে আসা খুবই কঠিন তাই ধৈর্যই সবথেকে গুরুত্বপূর্ণ। চোট আমাদের ধৈর্যশীল হতে শেখায় এবং তা আমাদের দক্ষতা আরও খাঁটি করে তোলে।”
প্রসঙ্গত, বেঙ্গালুরু টেস্টের (Bengaluru Test) পঞ্চম দিন শামির অভাব অনুভূত হয়েছে। একদিক থেকে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) আগুন ঝরালেও মহম্মদ সিরাজ (Mohammad Siraj) খুবই সাদামাঠা বোলিং করেছেন। নতুন বলে একটা উইকেট নিতে পারেননি তিনি। সমর্থকদের অনেকেই ওই সময় শামির কথা বলেছেন। তাছাড়া পাঁচ টেস্টের দীর্ঘ বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) পেসারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর দরকার। তাই শামি থাকলে বোলিং অস্ত্রাগার আরও শক্তিশালী হয়ে উঠবে।