মুম্বই: নেদারল্যান্ডস ম্যাচে ফেরার কথা থাকলেও এই বিশ্বকাপে (World Cup 2023) আর কোনও মতে খেলার সম্ভাবনা নেই হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandiya)। চোট পুরোপুরি না সারায় হার্দিকের পরিবর্তে দলে এলেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।
রবিবার ইডেনে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মারা (Rohit Sharma)। কিন্তু তার আগে ভারতীয় শিবিরে খারাপ খবর। গোটা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় চোট পেয়েছিলেন তিনি। সেই চোট এতটাই বড় যে, এই বিশ্বকাপে আর খেলতে পারবেন না হার্দিক। তাঁর পরিবর্ত হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণকে দলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভেন্ডর কার্টে প্রস্রাব করার অভিযোগ, সাসপেন্ড কানপুরের দুই পুলিশ কর্মী
বাংলাদেশের ম্য়াচের পর হার্দিককে ছাড়া ভারত তিনটি ম্যাচ খেলেছে। তিনটি ম্যাচেই ভালোভাবে জিতেছে বিরাট কোহলিরা (Virat Kohli)। হার্দিক খেলতে না পারায় প্রথম একাদশে সুযোগ পান মহম্মদ শামি। তাঁর দুর্দান্ত স্পেল ভয় ধরিয়ে দিচ্ছে প্রতিপক্ষকে। এখনও পর্যন্ত মাত্র তিনটি ম্যাচে খেলে ১৪টি উইকেট নিয়েছেন শামি।