skip to content
Saturday, June 29, 2024

skip to content
HomeScrollআইসিসির বর্ষসেরা টি২০ দলে ৪ ভারতীয়, অধিনায়ক কে?

আইসিসির বর্ষসেরা টি২০ দলে ৪ ভারতীয়, অধিনায়ক কে?

Follow Us :

কলকাতা: সোমবার বর্ষসেরা টি২০ একাদশ ঘোষণা করল আইসিসি (ICC)। এই একাদশে রয়েছেন চার ভারতীয় ক্রিকেটার, তাঁদের একজনকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। তিনি আর কেউ নন, সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। বাকি তিনজন হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), রবি বিষ্ণোই (Ravi Bishnoi) এবং অর্শদীপ সিং (Arshdeep Singh)। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) নাম যে এখানে থাকবে না প্রত্যাশিতই ছিল কারণ ২০২৩ সালে দেশের হয়ে কোনও টি২০ ম্যাচ খেলেননি তাঁরা।

আরও পড়ুন: প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে শচীন, কুম্বলে, জাদেজা

আইসিসি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটার সূর্যের ২০২৩ সালটাও এই ফর্ম্যাটে দারুণ গিয়েছে। ক্রিকেট খেলা প্রধান দেশের মধ্যে তিনি সবথেকে বেশি রান করেছেন। দুটি বিস্ফোরক সেঞ্চুরি সহ ১৮ ম্যাচে ৭৩৩ রান করেছেন ‘স্কাই’। সাম্প্রতিকতম হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৬ বলে শতরান যার সাহায্যে ভারত টি২০ সিরিজ ১-১ করেছিল।

 

১৫ ম্যাচে ৪৩০ রান করে দলে ঢুকেছেন জয়সওয়াল। তাঁর ঝুলিতে রয়েছে একটি শতরান। ২০২৩ সালে ক্ষুদ্রতম ফর্ম্যাটে স্বপ্নের উত্থান ঘটেছে লেগস্পিনার বিষ্ণোইয়ের। কোনও অঘটন না হলে জুন মাসে টি২০ বিশ্বকাপে তিনি সুযোগ পাবেন। গত বছর ২১ ম্যাচে ২৬ উইকেট নিয়ে আইসিসির সেরা একাদশে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার অর্শদীপ। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে বোলিং দক্ষতা তাঁকে সাফল্য এনে দিচ্ছে।

আইসিসির বর্ষসেরা টি২০ একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ফিল সল্ট, নিকোলাস পুরান, মার্ক চ্যাপম্যান, সিকন্দর রাজা, অল্পেশ রামজানি, মার্ক এডেইর, রবি বিষ্ণোই, রিচার্ড এনগারাভা, অর্শদীপ সিং।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular