কলকাতা: আমেরিকায় (USA) বিশ্বকাপ আয়োজন করে বড় ক্ষতি হল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC)। সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, মার্কিন মুলুকে টি২০ বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে ১৬৭ কোটি টাকা (২০ মিলিয়ন ডলার) লোকসান হয়েছে আইসিসি-র। আজ, শুক্রবার কলম্বোয় (Colombo) আইসিসি-র বার্ষিক সাধারণ সভায় (AGM) এই প্রসঙ্গ উঠবে বলেও জানা গিয়েছে।
২০২৪ টি২০ বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies) এবং আমেরিকা। আমেরিকার ডালাস, নিউইয়র্ক এবং ফ্লোরিডায় বেশ কিছু ম্যাচ রাখা হয়েছিল। ক্রিকেটের সবথেকে উত্তেজক দ্বৈরথ ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ হয়েছিল নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে (Nassau County Stadium)। ওই ম্যাচে উপচে পড়েছিল ভিড়, টিকিটের দামও হয়েছিল আকাশছোঁয়া। এছাড়া ভারতের অন্য ম্যাচগুলোতেও মাঠ ভরিয়েছিলেন সমর্থকরা।
আরও পড়ুন: শুক্রবার থেকে শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ
কিন্তু ওই পর্যন্তই। ভারতের খেলা ছাড়া অন্য খেলায় সেভাবে লোক সমাগম হয়নি। ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে আইসিসি। ক্রিকেট খেলাকে তার পরিচিত গণ্ডির বাইরে বের করে নতুন মাটিতে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যেই এবার মার্কিন মুলুকে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল আংশিকভাবে। সে উদ্দেশ্য কতটা সাধিত হয়েছে তা নিয়ে বার্ষিক সভাতেই পর্যালোচনা হবে।
এদিকে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহকে (Jay Shah) আগামী বছর আইসিসির চেয়ারম্যান করা যায় কি না তা নিয়েও কলম্বোর সভায় আলোচনা হবে। এই মুহূর্তে চেয়ারম্যানের দায়িত্বে আছেন গ্রেগ বার্কলে (Greg Barclay)। এদিকে ২০২৫ সালে ভারতীয় বোর্ডের দায়িত্ব থেকে সরার পর জয় শাহের কুলিং অফ পিরিয়ড শুরু হবে। সেক্ষেত্রে তাঁর আইসিসি চেয়াম্যান পদে আসতে বহু দেরি। কিন্তু শোনা যাচ্ছে, তাঁর জন্য নিয়মে বদল আনা হতে পারে।