Sunday, June 29, 2025
HomeScroll৩৯-এও সুপারম্যান! অবিশ্বাস্য ক্যাচ ধরলেন ঋদ্ধি

৩৯-এও সুপারম্যান! অবিশ্বাস্য ক্যাচ ধরলেন ঋদ্ধি

Follow Us :

আগরতলা: ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ে গিয়েছেন। বাংলাতেও বঞ্চনা শিকার হয়ে ত্রিপুরার হয়ে খেলতে চলে গিয়েছেন। এহেন ৩৯ বছর বয়সি ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এখন ত্রিপুরার (Tripura) মেন্টরও। উইকেটের পিছনে অতিমানবিক কর্মকাণ্ডের জন্য তাঁকে ‘সুপারম্যান’ বলা হত। ৩৯ বছরেও একইরকম ‘সুপার’ রয়ে গিয়েছেন ঋদ্ধি। ত্রিপুরার কোনও ঘরোয়া ক্রিকেট খেলায় ধরলেন অবিশ্বাস্য ক্যাচ।

ক্যাচ ধরার মুহূর্তের বেশ কয়েকটি ছবি ফেসবুকে (Facebook) আপলোড করেছেন পাপালি। তাতে দেখা যাচ্ছে, পেসারের বলে আউটসাইড এজ লাগিয়েছে ব্যাটার। বল ফার্স্ট স্লিপের  দিকে যাচ্ছে এবং ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে বল ক্যাচ ধরছেন তিনি। বল যখন তাঁর গ্লাভসবন্দি হচ্ছে তখন ঋদ্ধির শরীর শূন্যে মাটির সঙ্গে সমান্তরাল।

আরও পড়ুন: ওয়ার্নারের সঙ্গে অবসর নিচ্ছেন স্টিভ স্মিথও!

এ দৃশ্য আমরা আগেও দেখেছি। জাতীয় দলের জার্সি গায়ে এরকম কত ক্যাচ ধরেছেন তিনি, এটা তাঁর অভ্যাসের মধ্যেই পড়ে। সে কারণেই ছবিগুলোর ক্যাপশন তিনি দিয়েছেন, ‘আদত সে মজবুর’। অর্থাৎ অভ্যাসের দাস। বয়স যে তাঁর ফিটনেসে এবং কিপিং দক্ষতায় থাবা বসাতে পারেনি তা স্পষ্ট।

ঋদ্ধির এই পোস্টে রিয়্যাক্ট করেছেন হাজার হাজার মানুষ। প্রত্যেকেই তাঁর ভূয়সী প্রশংসা করছেন। বয়স যে শুধুমাত্র সংখ্যা, বলছেন প্রায় সবাই। কেউ কেউ তাঁকে আবার ভারতীয় টেস্ট দলে দেখতে চাইছেন। কেউ বলছেন, এখনও বিশ্বের সেরা উইকেটকিপার ঋদ্ধিই। হ্যাঁ, যিনি বলেছেন তিনি ঠিকই বলেছেন। উইকেটকিপিং দক্ষতায় বিশ্ব-ক্রিকেটে একজনকেও তাঁর ধারেকাছে রাখা যাচ্ছে না।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39