কলকাতা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সফলতম দল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। তার পরেই রয়েছে এসি মিলান (AC Milan)। ২০১০-১১ মরসুমে গ্রুপ লিগের পরে এই দুই দল কখনও প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়নি। মঙ্গলবার রাতে মুখোমুখি তারাই। দুই দলই জেতার জন্য মরিয়া, সেই কারণে জমজমাট ম্যাচ দেখার আশায় ফুটবল জনতা।
চ্যাম্পিয়ন্স লিগে এই মরসুমে তিন ম্যাচের মধ্যে একটিতে জিতে ২৫তম স্থানে রয়েছে। দুটি জিতে ১২ নম্বরে আছে রিয়াল। মিলানের কাজ কঠিন, কারণ খেলা সান্তিয়াগো বার্নাবেউতে (Santiago Bernabeu), তবে তিন পয়েন্ট নিয়ে ফেরার যাবতীয় চেষ্টা করবে ইতালির ক্লাব।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে রোহিতকে অধিনায়ক চাইছেন না সানি!
খাতায় কলমে রিয়াল অনেক শক্তিশালী। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামরা রয়েছেন। কিন্তু তারকা-সমৃদ্ধ এই দলকে তাদেরই মাঠে ৪-০ ফলে ধ্বংস করে গিয়েছে চির-প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এই সপ্তাহান্তে ফর্মে ফেরার সুযোগটাও হাতছাড়া হয়েছে। স্পেনের কিছু অংশে ভয়ঙ্কর বন্যার কারণে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়েছে।
মঙ্গলবার রাতে রয়েছে মোট ৯টি খেলা। এক নজরে দেখে নেওয়া যাক এদিনের সূচি
স্লোভান ব্রাতিস্লাভা বনাম ডায়নামো জাগ্রেব
পিএসভি বনাম জিরোনা
বরুসিয়া ডর্টমুন্ড বনাম এসকে স্ট্রাম গ্রাজ
সেল্টিক বনাম লাইপজিগ
রিয়াল মাদ্রিদ বনাম এসি মিলান
এলওএসসি বনাম জুভেন্তাস
লিভারপুল বনাম বায়ার লেভারকুসেন
স্পোর্টিং বনাম ম্যান সিটি
বোলোনা বনাম মোনাকো
দেখুন অন্য খবর: