ওয়েব ডেস্ক: ফের চমক দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে প্রিমিয়ার লিগে (Premier League) লিভারপুলকে তাদের দুর্গ অ্যানফিল্ডে আটকে দিয়েছিল রুবেন অ্যামোরিমের দল। রবিবার এফএ কাপের (FA Cup) তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্সেনালকে হারিয়ে দিল তারা। অতিরিক্ত সময় পর্যন্ত খেলা ১-১ ছিল, তারপর টাইব্রেকারে ৫-৩ ফলে জিতে যায় ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাব। ম্যাচে একটি এবং টাইব্রেকারে একটি পেনাল্টি সেভ করে নায়ক অল্টাই বায়িন্দির।
ঘরের মাঠে খেলছিল মিকেল আর্তেতার (Mikel Arteta) আর্সেনাল, ম্যান ইউ ম্যাচ জিতবে তা খুব একটা আশা করেনি। খেলায় আধিপত্য গানারদেরই বেশি ছিল। কিন্তু ইউনাইটেডের ডিফেন্ডাররা গোল ঢুকতে দেননি। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়।
আরও পড়ুন: ধরে রাখেনি KKR, সেই শ্রেয়সকেই ক্যাপ্টেন করল পঞ্জাব কিংস
We did it together! 🤜🏻🤛🏻 ❤ https://t.co/izXwc6aN4h
— Altay Bayındır (@AltayBayindir_1) January 12, 2025
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ৭ মিনিটের মাথায় ইউনাইটেডকে এগিয়ে দেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। বাঁ দিক থেকে ভালো ক্রস বাড়ান আলেহান্দ্রো গারনাচো। কিন্তু কিছুক্ষণের মধ্যে বড় ধাক্কা খায় ম্যান ইউ। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দিয়োগো দালো। অর্থাৎ ৩০ মিনিটের এক্সট্রা টাইম নিয়ে প্রায় একঘণ্টা ১০ জনে লড়তে হয়েছে অ্যামোরিমের (Ruben Amorim) ছেলেদের। সে কারণেই এই জয় এতটা গুরুত্বপূর্ণ।
৭২ মিনিটে আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড পেনাল্টি মিস করেন, বলা ভালো বায়িন্দির সেভ করেন। খেলা টাইব্রেকারে গড়ায় এবং পাঁচটায় পাঁচটাই গোলে রাখেন ম্য্যান ইউয়ের খেলোয়াড়েরা। আর্সেনালের হয়ে মিস করেন কাই হ্যাভার্টজ। তাঁর নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচান রেড ডেভিলদের গোলকিপার। এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যান ইউ মুখোমুখি লেস্টার সিটি।
দেখুন অন্য খবর: