কলকাতা: দুই রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। রিয়াল মাদ্রিদ (Real Madrid) জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করলেন তিনি। দুই রোনাল্ডোর মতোই ফরাসি তারকার পরনে ছিল ৯ নম্বর জার্সি। এমবাপে শুধু গোল করলেন না, রিয়ালের হয়ে জিতে নিলেন প্রথম ট্রফি।
বুধবার রাতে ওয়ারস-তে উয়েফা সুপার কাপে (UEFA Super Cup) আটালান্টাকে ২-০ হারিয়ে ট্রফি জিতেছে রিয়াল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৯ মিনিটে মাদ্রিদের ক্লাবকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। তবে এই গোলের আসল কৃতিত্ব ভিনিসিয়াস জুনিয়রের (Vinicius Jr)। বক্সের মধ্যেই দুরন্ত পায়ের কাজে ডিফেন্ডারকে এড়িয়ে নিচু ক্রস বাড়ান তিনি। প্রায় গোললাইন থেকেই গোলে বল ঠেলেন ভালভার্দে।
আরও পড়ুন: গম্ভীরের ‘পছন্দ’ মর্কেলই ভারতের বোলিং কোচ
☝️ ¡El primer gol con el @RealMadrid nunca se olvida!@KMbappe | #6SuperCups pic.twitter.com/WZxRGjH5EA
— Real Madrid C.F. (@realmadrid) August 14, 2024
৬৯ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন এমবাপে। বক্সের মধ্য বল ধরেন জুড বেলিংহ্যাম (Jude Bellingham)। বল বাড়িয়ে দেন এমবাপেকে, ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন তিনি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আটালান্টা। তবে ইতালির ক্লাব এদিন দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে। আসন্ন মরসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অনেক বড় দলকে বেগ দিতে পারে তারা।
প্রসঙ্গত, আগের মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) চ্যাম্পিয়ন এবং ইউরোপা লিগ (Europa League) চ্যাম্পিয়নের মধ্যে নতুন মরসুমের শুরুতে খেলা হয় এই সুপার কাপ। আগের মরসুমে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল এবং আটালান্টা জেতে ইউরোপা লিগ। সুপার কাপে বেশিরভাগ ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরাই জেতে। এবারও তার ব্যতিক্রম হল না।