পুনে: লল ১৫৬ রানে। তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৯৮ করে ফেলেছে কিউয়িরা। মনে হচ্ছে যেন পিচ-পরিবেশ তাদেরই চেনা, ভারত বিদেশের মাটিতে খেলছে।
খেলার মাত্র দুই দিন হয়েছে। চালকের আসনে নিউজিল্যান্ড, ভারতের থেকে ৩০১ রানে এগিয়ে তারা। কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham) ৮৬ রানের অসাধারণ ইনিংস খেললেন। যে পিচে স্পিনের জালে বিরাট কোহলিরা (Virat Kohli) ফেঁসে গেলেন, সেখানে আউট হওয়ার আগে পর্যন্ত ল্যাথামকে কেউ বিব্রত করতে পারল না।
আরও পড়ুন: ১৫৬ অল আউট, একযুগ আগের লজ্জার আশঙ্কায় ভারত
Stumps on Day 2
New Zealand extend their lead to 301 runs
Scorecard ▶️ https://t.co/3vf9Bwzgcd#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/uFXuaDb11y
— BCCI (@BCCI) October 25, 2024
ম্যাচ ক্রমশ ভারতের থেকে দূরে সরে যাচ্ছে। যা পরিস্থিতি তাতে খুব ভালো কিছু হলেও অন্তত ৩৫০ রান তাড়া করতে হবে। প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটাররা যা নমুনা দেখালেন তাতে ওই রান তুলে ম্যাচ জেতা কঠিন। ইতিবাচক বিষয় একটাই, ভারতীয় ব্যাটাররা প্রতিপক্ষকে দেখে আত্মবিশ্বাস পেতে পারে। ল্যাথামরা যদি এত সহজে রান করতে পারেন তাহল তাঁরা কেন পারবেন না?
ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল আবারও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সাড়ে তিন বছর পর টেস্ট দলে ফিরে প্রথম ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন, এবার নিলেন চারটে। রবিচন্দ্রন অশ্বিন এক উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজা উইকেট পাননি তাই নয়, রান দিয়েছেন প্রচুর।
দেখুন অন্য খবর: