হায়দরাবাদ: ওডিআই বিশ্বকাপে সাতবারে সাতবারই পাকিস্তানকে (Pakistan) হারিয়েছে ভারত (India)। আটে আট হবে কি না তা নিয়েই ইতিমধ্যেই মজাদার বিজ্ঞাপন দেখা যাচ্ছে টিভির পর্দায়। ধারে ভারে যে কোনও দিন এগিয়ে রোহিত শর্মারা (Rohit Sharma)। মহালয়ার দিনও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ফেভারিট ভারতই। তবে একটা বিষয়ে বাবর আজমরা (Babar Azam) এক ইঞ্চি পিছিয়ে থাকবেন না, তা হল আত্মবিশ্বাস। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে যে কীর্তি তাঁরা করলেন তা বিশ্বকাপের ইতিহাসে চিরকালের মতো ঢুকে পড়ল।
এমনিতে ৫০ ওভারের ম্যাচে চারশোর বেশি রান তাড়া করে জেতার নজির আছে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এতদিন সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ছিল আয়ারল্যান্ডের। হ্যাঁ, একেবারেই কুলীন ক্যাটেগরিতে না পড়া আইরিশরা ২০১১ সালে ৩২৯ রান তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছিল। কেভিন ও’ব্রায়েনের সেই ইনিংস আইরিশ উপকথার অংশ হয়ে গিয়েছে। মঙ্গলবার যেমন পাকিস্তান ক্রিকেটে চিরকালের জন্য জায়গা করে নিলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। তাঁর ১২১ বলে অপরাজিত ১৩১ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার ৩৪৪ টপকে গেল পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে তৈরি হল নয়া রেকর্ড।
আরও পড়ুন: বাংলাদেশকে ১৩৭ রানে হারাল ইংল্যান্ড
Mohammad Rizwan’s highest-ever ODI score guides Pakistan to a record run chase in Hyderabad ⚡
It also helps him win the @aramco #POTM ?#CWC23 #PAKvSL pic.twitter.com/eQhCH98Ce2
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 10, 2023
পেশিতে টান, হাঁটতে পারছিলেন না ভালো করে, ছয় মেরে ক্রিজেই চিৎপাত হয়ে যাচ্ছিলেন। কোনও কিছুই দমাতে পারল না রিজওয়ানকে। ১০ বল বাকি থাকতে ম্যাচ শেষ করে মাঠ ছাড়লেন। তবে রিজওয়ানের একার কৃতিত্ব নেই। প্রায় সমান অবদান ওপেনার আবদুল্লা শফিকের (Abdullah Shafique)। ১০৩ বলে ১১৩ করেন তিনি। আজ বিশ্বকাপে (Cricket World Cup 2023) অভিষেক হয়েছিল শফিকের, দিনটা স্মরণীয় করে রাখলেন। ৩৭ রানে দুই উইকেট পড়ে গিয়েছে, সেখান থেকে তিনি এবং রিজওয়ান ২১৩ অবধি টানলেন।
যেটা প্রথমে বলছিলাম, আমেদাবাদে ভারতই এগিয়ে। কিন্তু পাকিস্তান যেন এই বার্তাটা পাঠিয়ে রাখল, তারাও তৈরি। আটে আট যাতে না হয় তার জন্য জান লড়িয়ে দেবে।