Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপুজোর মুখে সুখবর আবহাওয়া অফিসের

পুজোর মুখে সুখবর আবহাওয়া অফিসের

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই

Follow Us :

 কলকাতা: দুর্গা পুজোর (Durga Puja) বাকি আর ৯ দিন। এখন বাজারে কেনাকাটা তুঙ্গে। এই সময় একটাই চিন্তা, আকাশের মুখ ভার হবে না তো? পুজোর দিনগুলিতে বৃষ্টি অসুর ভাসাবে না তো? কয়েক দিন টানা বৃষ্টি (Rain) হওয়ার পর শনিবার থেকে আবহাওয়া উজ্জ্বল। এরই মধ্যে সুখবর শোনাল হাওয়া অফিস (Weather Office)। এখন অন্তত আগামী কয়েক দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কী বলছে আবহাওয়া অফিস? আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বেশি থাকবে। আগামী তিন থেকে চার দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে জলীয় বাষ্প কমবে। কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্তা ছিল সর্বোচ্চ ৯১ শতাংশ ও সর্বনিম্ন ৪৯ শতাংশ।

আরও পড়ুন: আইডিএফ বিমান হামলায় মৃত্যু হামাসের অর্থমন্ত্রীর

আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিঙ, কোচবিহার, কালিম্পঙ, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গেও ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। এখন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে থেকে ধীরে ধীরে যেতে শুরু করেছে।পূর্ব ভারত থেকেও বর্ষা বিদায় নিতে শুরু করেছে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular