কলকাতা: টেস্ট ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ডে আজও শীর্ষস্থানে শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তাঁর ১৫,৯২১ রানের রেকর্ড অক্ষত থাকবে আরও অনেকদিন। কারণ শচীনের কাছাকাছির মধ্যে যাঁরা আছেন তাঁরা সবাই খেলা ছেড়ে দিয়েছেন। এমনকী তালিকায় প্রথম ১৪ জনের মধ্যে বর্তমান ক্রিকেটারদের মধ্যে মাত্র একজন আছেন। তিনি হলেন জো রুট (Joe Root)।
ইংলিশ ব্যাটার কি লিটল মাস্টারকে টপকাতে পারবেন? টেস্ট রানের রেকর্ড শচীনের পরেই আছেন যিনি, সেই রিকি পন্টিং (Ricky Ponting) মনে করছেন, রুট হয়তো পারবেন। এই মুহূর্তে ১২,০২৭ রান করে সপ্তম স্থানে আছেন তিনি। আরও প্রায় ৪০০০ রান করতে হবে।
আরও পড়ুন: ওল্ড ট্রাফোর্ডে আজ ইপিএলের উদ্বোধন করবে ম্যান ইউ
পন্টিং বলেন, “রুট হয়তো পারবে। ও এখন ৩৩ বছর বয়সি… ৩০০০ রান মতো পিছিয়ে আছে। নির্ভর করছে কতগুলো ওরা (ইংল্যান্ড) খেলে। ওরা যদি বছরে ১০ থেকে ১৪টা টেস্ট খেলে এবং রুট তাতে ৮০০ থেকে ১০০০ রান করে তাহলে তিন-চার বছরে ওই জায়গায় পৌঁছতে পারবে। সে সময় ওর বয়স হবে ৩৭।”
পন্টিং আরও বলেন, “যদি রুটের মধ্যে খিদে থাকে তাহলে ওর পক্ষে রেকর্ড ভাঙা অবশ্যই সম্ভব। শেষ দুই বছরে ও অনেক উন্নতি করেছে। বলা হয় যে, ব্যাটাররা তাদের ৩০ বছরের শুরুর দিকে সেরা ফর্মে থাকে। রুটের সেটাই হয়েছে। চার-পাঁচ বছর আগে ও ৫০ করছিল, কিন্তু সেটাকে বড় রানে পরিণত করতে পারছিল না, এখন পারছে।”