Tuesday, August 12, 2025
HomeখেলাRanji Trophy: রঞ্জিতে বিস্ফোরক ট্রিপল সেঞ্চুরি পৃথ্বী শ’র, কী কী রেকর্ড করলেন...

Ranji Trophy: রঞ্জিতে বিস্ফোরক ট্রিপল সেঞ্চুরি পৃথ্বী শ’র, কী কী রেকর্ড করলেন জেনে নিন 

Follow Us :

গুয়াহাটি: ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। অসমের (Assam) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে ট্রিপল সেঞ্চুরি হাঁকালেন তিনি। ৩০০ রান করতে মাত্র ৩২৬ বল নিয়েছেন পৃথ্বী। শেষ পর্যন্ত ৩৮৩ বলে ৩৭৯ করে ইনিংস থামে তাঁর। ম্যারাথন ইনিংসে ছিল ৪৯টি চার এবং চারটি ছয়। প্রথম শ্রেণির ক্রিকেটে (First Class Cricket) এটাই তাঁর প্রথম ট্রিপল সেঞ্চুরি। 

এই ইনিংসের পর এক দুরন্ত রেকর্ডের অধিকারী হলেন মুম্বইয়ের ওপেনারটি। প্রথম ক্রিকেটার হিসেবে রঞ্জিতে ট্রিপল সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) ডাবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলি (Syed Mushtaq Ali Trohy) টুর্নামেন্টে সেঞ্চুরি করলেন তিনি। পৃথ্বীর ট্রিপল সেঞ্চুরি দ্রুতবেগে হলেও তা ভারতীয়দের মধ্যে সবথেকে দ্রুত নয়। তাঁর আগে রয়েছেন পাঁচ জন।

আরও পড়ুন: Marcus Rashford: র‍্যাশফোর্ডের জোড়া গোল, কারাবাও কাপের সেমিফাইনালে উঠল ম্যান ইউ 

•    প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবথেকে দ্রুত ৩০০ রান করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে মাত্র ২৭৮    বলে এই কীর্তি করেন তিনি। 
•    রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ২৮৫ বলে ৩০০ করেছিলেন কেদার যাদব (Kedar Yadav)। এই তালিকায় তিনি দ্বিতীয় স্থানে।
•    তৃতীয় স্থানে মেঘালয়ের উইকেটকিপার ব্যাটার পুনীত বিস্ত। রঞ্জি ট্রফির ম্যাচে সিকিমের বিরুদ্ধে ২৯১ বলে ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। 
•    টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) এই তালিকায় আছেন। ২০০৯-১০ মরশুমে রঞ্জি ট্রফিতে গুজরাতের বিরুদ্ধে ৩১২ বলে ৩০০ করেন মুম্বইয়ের ব্যাটার। 
•    টেস্ট ফর্ম্যাটে ভারতের হয়ে প্রায়ই বিস্ফোরক ইনিংস খেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এই তালিকায় তাঁর নাম থাকবে না তা হয় নাকি। গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে হাসপাতালে থাকা পন্থ দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৩২০ বলে ৩০০ করেছিলেন। সেটাও ছিল রঞ্জি ট্রফির ম্যাচ।  
  

RELATED ARTICLES

Most Popular