চেন্নাই: কেকেআর যে তাঁকে ছেড়ে কী ভুল করেছে, তা এবারের আইপিএলে (IPL) হাড়ে হাড়ে টেড় পাইয়ে দিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। প্রথম থেকেই গুজরাত টাইটন্সের হয়ে অনবদ্য খেলছেন তিনি। কোয়ালিফাইয়ার ম্যাচে মহেন্দ্র সিং-এর চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে না পারলেও এক নয় রেকর্ড গড়লেন গিল। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের একটি সিজনে ৭০০ রান করার কৃতিত্ব গড়লেন তিনি। বিরাট কোহলি রয়েছেন প্রথম স্থানে।
মঙ্গলবার সিএসকের বিরুদ্ধে ৩৮ বলে ৪২ রান করেছেন এই তরুণ তুর্কি। ২০২৩-এর আইপিএলে এখনও পর্যন্ত তিনি ৭২২ রান করেছেন। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এক আইপিএলে ৭০০ বা তার বেশি রান করার নজির গড়ে ইতিহাসের পাতায় লেখালেন শুভমন। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর পর এই ৭০০ রানের গণ্ডি পেরোলেন গিল। এরই সঙ্গে মাইলফলক স্পর্শ করলেন।
আরও পড়ুন: Barrackpore Incident | ভরসন্ধেয় ব্যারাকপুরের সোনার দোকানে চলল গুলি, মৃত ১
ভারতীয় দুই ক্রিকেটারের এই রেকর্ড গড়লেও বিদেশি আরও ছয় জন রয়েছেন এই তালিকায়। এই সিজনেই আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি করেছেন ৭৩০ রান। ইতিমধ্যে টর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আরসিবি। তবুও কমলা টুপি এখনও ডুপ্লেসির মাথায় রয়েছে। দক্ষিণ-আফ্রিকার তারকা ক্রিকেটারকে পরের ম্যাচেই টপকাতে পারেন গিল। তিনি ডুপ্লেসির থেকে ৮ রান দূরে রয়েছেন।