Sunday, June 29, 2025
HomeScrollপুনে টেস্টে কী হবে ভারতের প্রথম একাদশ?
IND vs NZ

পুনে টেস্টে কী হবে ভারতের প্রথম একাদশ?

বিতর্কের আগুন উসকে দিয়েছেন স্বয়ং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর

Follow Us :

পুনে: বৃহস্পতিবার পুনের (Pune) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) মাঠে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) দ্বিতীয় টেস্ট। নানা কারণে এই ম্যাচ নিয়ে আগ্রহ তুঙ্গে। প্রথমত, বেঙ্গালুরুতে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সিরিজ বাঁচাতে পুনেতে জিততেই হবে। শুধু সিরিজ নয়, জড়িয়ে আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সমীকরণও।

এছাড়াও রয়েছে প্রথম একাদশ নিয়ে আগ্রহ। ভারতের ব্যাটিং কম্বিনেশন কী হবে, কে এল রাহুল (KL Rahul) খেলবেন নাকি সরফরাজ, শুভমান গিল (Shubman Gill) কি তিন নম্বরে ফিরছেন, ঋষভ পন্থ কি সুস্থ ইত্যাদি নানাবিধ প্রশ্ন রয়েছে। শুধু প্রশ্ন নয়, রয়েছে বিতর্কও। এই বিতর্কের আগুন উসকে দিয়েছেন স্বয়ং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

আরও পড়ুন: আজ চ্যাম্পিয়ন্স লিগে বার্সা বনাম বায়ার্ন মহারণ

বেঙ্গালুরু টেস্ট হারের পর কে এল রাহুলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সমর্থককুল। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোলিং হয়েছে। রাহুলের পাশে দাঁড়িয়ে গম্ভীর সাফ জানিয়েছেন, ভারতের প্রথম এগারো সোশ্যাল মিডিয়া ঠিক করবে না, করবে টিম ম্যানেজমেন্ট। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি বেঙ্গালুরুতে ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলেও বসতে হবে সরফরাজ খানকে (Sarfaraz Khan)?

 

বোলিং ডিপার্টমেন্টেও বদল হবে কি না প্রশ্ন। মহম্মদ সিরাজ বেঙ্গালুরুতে খুব একটা দাগ কাটতে পারেননি, তাই আকাশ দীপকে পুনেতে খেলানো হতে পারে। আচমকা ওয়াশিংটন সুন্দরকে স্কোয়াডে ঢোকানোর পর প্রশ্ন উঠেছে, তাহলে কি রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে কোনও সমস্যা আছে? শেষ পর্যন্ত বৃহস্পতিবার প্রথম এগারো কী হবে তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

পুনে টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, আকাশ দীপ।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39