ওয়েব ডেস্ক: জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। রাজস্থান রয়্যালসকে (RR) নয় উইকেটে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এলেন রজত পতিদাররা (Rajat Patidar)। দলের সেরা তারকা বিরাট কোহলি (Virat Kohli) নজির গড়লেন। এই ম্যাচের আগে এই মরসুমে ১৪৫.৩১ স্ট্রাইক রেট এবং ৪৬.৫০ গড়ে ১৮৬ রান করেছেন কোহলি। এর মধ্যে ছিল দুটি অর্ধশতরান। এদিন ৪৫ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলেন কোহলি। এই ইনিংসের সৌজন্যে টি২০ ক্রিকেটে শততম অর্ধশতরান হয়ে গেল তাঁর।
টসে জিতে প্রথমে বোলিং নিয়েছিল আরসিবি। ১০টি চার এবং দুটি ছয় সহ ৪৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কিন্তু এরপর রিয়ান পরাগের ৩০ এবং ধ্রুব জুরেলের (Dhruv Jurel) ৩৫ রান ছাড়া রাজস্থানের পক্ষে বলার মতো কিছু ছিল না। আরসিবির জন্য লক্ষ্য গিয়ে দাঁড়ায় ১৭৪ যা সওয়াই মান সিং স্টেডিয়ামের উইকেটে বিরাট কিছু নয়। প্রসঙ্গত, আইপিএলে ৫০০ রানের মাইলস্টোন পেরলেন জুরেল।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে আজ ম্যান ইউয়ের কঠিন পরীক্ষা
??????? ??????? ???? ???? ?
? A look at Phil Salt’s carnage that gave #RCB a flying start in the chase ?
Updates ▶ https://t.co/rqkY49M8lt#TATAIPL | #RRvRCB | @RCBTweets pic.twitter.com/ZNszw6JU1f
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
ওপেন করতে নেমে কোহলি একদিকে শান্ত ছিলেন, ধরে খেলছিলেন, ঝড় তোলেন ফিল সল্ট (Phil Salt)। আউট হওয়ার আগে ৩৩ বলে ৬৫ রান করে যান তিনি। তাঁর বিস্ফোরক ইনিংসে ছিল পাঁচটি চার এবং ছ’টি ছয়। কোহলি মারমুখী হয়ে ওঠেন ৩০ পেরনোর পর। দলের তরী তীরে এনেই মাঠ ছাড়েন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা দেবদত্ত পাড়িক্কাল ২৮ বলে ৪০ করে নট আউট থেকে যান। এই জয়ে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আরসিবি ফলে পাঁচে নেমে গেল কলকাতা নাইট রাইডার্স (KKR)।
দেখুন অন্য খবর: