কলকাতা: ব্যর্থতা এবং হতাশাকে সঙ্গী করে দেশে ফিরে গিয়েছে পাকিস্তানের (Pakistan) ক্রিকেট দল। যাদের কাপ জয়ের অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল তারা সেমিফাইনালেই উঠতে পারেনি। অধিনায়ক বাবর আজম (Babar Azam) নিজে ব্যাট হাতে তেমন কিছু করে উঠতে পারেননি। এই প্রথমবার ভারতে এসেছিলেন তিনি, কিন্তু সেই অভিজ্ঞতা ভালো হল না। তবে এদেশের আতিথেয়তা নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। বরং ভারতীয় ফ্যানেদের থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বলে জানিয়েছেন পাক অধিনায়ক।
বাবর বলেন, “সত্যি বলতে ভারতে অনেক ভালোবাসা, অনেক সমর্থন পেয়েছি আমি। আমি একা নয়, গোটা দলটাই। তবে আমি ভালোভাবে শেষ করতে পারিনি। আমার লক্ষ্য ছিল ব্যাটিংয়ে ভালো ফিনিশিং করা। আমার ৫০ বা ১০০ করার লক্ষ্য ছিল না। দলকে জেতানোই ছিল আসল। আমার ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দলের সাহায্য হয় এমন খেলাই লক্ষ্য ছিল। পরিস্থিতির উপর নির্ভর করে আমি মন্থর খেলেছি, দ্রুত খেলেছি। আমি পরিস্থিতি এবং দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করি।”
আরও পড়ুন: ভারত থেকে সুন্দর স্মৃতি নিয়ে ফিরছেন ডাচরা
এই বিশ্বকাপে (CWC 2023) চারটে হাফ-সেঞ্চুরি সহ মাত্র ২৮২ রান করেছেন বাবর। ম্যাচ জেতানো ইনিংস বলতে যা বোঝায় তা খেলতে পারেননি। তিনি বলেন, “আমরা এখানে প্রথমবার এসেছিলাম, কীভাবে সবকিছু গ্রহণ করতে হবে সে ব্যাপারে কোনও সচেতনতা ছিল না। তবে প্রথম অনুশীলন থেকেই খাপ খাইয়ে নিয়েছি।”
ভারতের আতিথেয়তা নিয়ে অধিনায়ক প্রশংসা করলেও আমেদাবাদে (Ahmedabad) ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচের পরিবেশ নিয়ে আইসিসিকে (ICC) লিখিত অভিযোগ জানিয়েছিল পিসিবি (PCB)। প্রশ্নের মুখে পড়েছিল ভারত সমর্থকদের উগ্র আচরণ।